![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
প্রেমের কবিতা, ভালবাসার কবিতা
প্রেমিক
জীবন কত সুন্দর!
অথচ বিভ্রমে কেটে গেল কতটা বছর!
জারুল বৃক্ষের শাখে ফুটে গেছে ফুল
মহুয়া মাতাল গন্ধে আকুল বসন্তও চলে গেছে
বহুকাল দক্ষিণা হাওয়ায়।
বাঁচার স্বাদ নিয়ে যে পাতা আজ বৃক্ষের শাখে,
আধেক জীবন করেছে পার মধ্য বছরে
শীতের জন্য তার অত মায়া নেই আর!
হোক বৃষ্টি কিংবা খরতাপ দুপুর
বর্ষার বারিধারায় ডুবুক প্রান্তর,
যতদিন পৃথিবীতে ফুল ফোটে
গাছের শাখে গজায় পত্র-মঞ্জুরী
ততদিন জোনাকী আলো জ্বালাবেই।
হায় ঈশ্বর প্রাণ আছে বলেই মনে হয় বেঁচে আছি!
আর বেঁচে থাকা মানেই আমি আমৃত্যু প্রেমিক
পৃথিবীর প্রেমে, মানুষের প্রেমে, রমণীর প্রেমে।
৯ই ফেব্রুয়ারী ২০১৯
ধানুকা, শরীয়তপুর।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।