![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
হৃদয় আমার শিকল পরা পাখি
আমি কি আর আমার মধ্যে থাকি!
আমিতো আমায় রাখি
আমার কাছাকাছি।
চোখের ‘পরে হাত পড়ে না আমার
মেঘগুলো সব চোখের 'পরে ভাসে,
তাকে আমি ডাকিনা কাছে
হাত বাড়িয়ে ছুঁইনা আশেপাশে
তবু হাতগুলো সব তাকেই ছুঁয়ে থাকে।
মনের মাঝে জমতে থাকে ধুলো
অভিমানের আকাশ ভীষণ ভারী
হাত বাড়িয়ে যাচ্ছি ছুঁতে যাকে
নিস্ফলা হাত উপহাসেই হাসে।
টানছি তাকে, ডাকছি তাকে কাছে
উদাস বিকেল হাতছানি দেয় দূরে,
হৃদয় আমার শিকল পরা পাখি
ছটফটিয়ে দাপিয়ে বেড়ায়
বিজন বনের পথে,
আমি কোথায় পাবো তারে?
মনটা কেন অচীন টানে
দুঃখ পুষে বুকে!
৩রা ফেব্রুয়ারী ২০২৩
চেসার, যুক্তরাজ্য।
©somewhere in net ltd.