![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তোমাকে ভালোবাসার পরে
এই আধার ঘুচিয়ে না কোনদিন!
একমাত্র তুমিই জ্বালাতে পারো আলো
নিপতিত কর্দমা থেকে তুলে নিয়ে
দিতে পারো স্বর্গোদ্যান।
তোমাকে ভালোবাসার পরে
অন্ধকারের প্রতি যে প্রেম ছিল আমার
নিঃসঙ্গতার প্রতি যে মায়া ছিল
সেসব এখন দূরতম স্মৃতি।
উপেক্ষার অযাচিত গ্রাস কখনো এনোনা দু'চোখে,
যতবার তাকাবে ততোবার থাকে যেন প্রেম
থাকে স্পর্শের আকাঙ্ক্ষায় পুস্পের শিহরিত অনুরাগ।
তোমাকে ভালোবাসার পরে
কেন এতো বারবার মনে হয়
শিশিরের আয়ু নিয়ে পৃথিবীতে আসিয়াছি!
কেন মনে হয়
ঈশ্বর আমাকে করুণা করুক, বাঁচিয়ে রাখুক
মধুমতী যতযুগ বয়ে গেছে
তার চেয়েও বেশী, বহু যুগ!
২৭শে ফেব্রুয়ারী ২০২৩
নিউক্যাসল, যুক্তরাজ্য।
©somewhere in net ltd.