![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা
ভালোবাসা দিয়ে শুরু হোক প্রতিটি দিন, প্রেম দিয়ে শুরু হোক প্রতিটি দিন।
শুভ সকাল বন্ধুরা।
কেউ জানেনা
অভিমানের সুঁতোয় বাঁধা একটি ঘুড়ি
তোমার নীলে ভাসছে উড়ে সারা দুপুর,
সেই ঘুড়িটি তোমার বুকে কেমন আছে?
তুমিওনা,
ঘুড়িওনা,
কেউ জানেনা!
একটি নাটাই,
একটি দুপুর,
কিংবা নীলের একটি আকাশ;
কার কতটুক বিষাদ নিয়ে সেই ঘুড়িটা
দুপুর হলেই একলা খোঁজে তোমার আকাশ!
কেন খোঁজে?
কি কারণে?
তুমিও না, আমিও না
কেউ জানেনা।
২৬শে ফেব্রুয়ারী ২০২৩
যুক্তরাজ্য ।
©somewhere in net ltd.