![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
বাড়ে মনস্তাপ
নিজেকেই নিজে গুম করে
নিখোঁজ সংবাদ সেঁটে দিয়েছি দেয়ালে,
আমি নেই তবু যেন আশা বেঁচে থাকে
তাই ভালো আছি তাও জানিয়েছি
কল্পিত বেখেয়ালে।
এভাবে কে আর কতকাল বেঁচে থাকে বলো!
বিরহ-রাত্রী শুষে নেয় যৌবন-পাপ,
দিন যত যায়, যত যায় সময়
ততো বাড়ে জীবনের দায়
বাড়ে মনস্তাপ।
২৩শে ফেব্রুয়ারী ২০২৩
নিউক্যাসল, যুক্তরাজ্য।
©somewhere in net ltd.