![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ছেড়ে যাওয়ার চেয়েও আরও বেশী সত্যি
কেউ কেউ ভালোবেসে সংসার গড়ে
কেউ কেউ ভালোবেসে সবকিছু ছাড়ে,
যারা সবকিছু ছেড়ে দেয় কিংবা যাদের ছাড়তে হয়
তাদের কিছুই থাকেনা,
তাদের ঘর থাকেনা
সংসার থাকেনা
দেশ থাকেনা।
তোমাকে ভালোবেসে আমি সবকিছু ছেড়েছি,
আমাকে ভালোবাসো জেনেছিও বহুবার,
আমরা কেউ কাউকেই ছাড়িনি
তবু আমাদের কারো জন্যই কারো না থাকাটা
ছেড়ে যাওয়ার চেয়েও
আরও বেশী সত্যি হয়ে আছে।
৬ই মার্চ ২০২৩
বেলফাস্ট, নর্দার্ন আয়ারল্যান্ড
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.