![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
পৃথিবীর সব প্রেম ফুরোবার আগে
এ জীবন প্রয়োজনের চেয়েও অপ্রতুল
এবং নশ্বর;
এসো তুমি আমি ধোঁয়া মাখা চায়ে ঠোঁট ছুঁই,
দূরে সাইরেন বেজে ওঠে
জাহাজ গুলো ভেসে যায় আরও দূর দিয়ে,
যাক।
এসো তুমি আমি প্রয়োজনের চেয়ে আরও বেশী কথা বলি
আমাদের মৌনতা প্রতিদিন খেয়ে নিচ্ছে আমাদের,
আমি জানি কথাগুলো
আমাদের প্রয়োজনের চেয়েও
অপ্রয়োজনীয় মনে হতে পারে আমাদের কাছে
কিন্ত লোকে তাকে বাচালতা বলবেনা,
কেননা তুমি আমি নিশাচরী পাখিদের চেয়েও
আরও বেশী মৌনতা ভালোবাসি ।
এসো ছুঁয়ে থাকি
ছুঁয়ে থাকি নখ, হাতের আঙুল, হাতে পরা রঙিন চুড়ি।
আমাদের জীবন কেটেছে নিসঙ্গ বৈরাগ্য ভালোবেসে,
মৃত্যুহীন জীবন নিয়ে কেইবা এসেছে কবে!
এসো নীমিলিত আঁখি আর যদি খোলেনা কখনো
আমরা ধরে রাখি হাত, চোখে রাখি চোখ
পৃথিবীর সব প্রেম ফুরোবার আগে।
৯ই মার্চ ২০২৩
বেলফাস্ট, নর্দান আয়ারল্যান্ড
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.