নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৩ ই মার্চ, ২০২৩ সকাল ১০:০৫

একগুচ্ছ পঙতি

এক।

করোটির মাঝে বসে আছো হে প্রিয়,
সেইতো ভালো!
বুকের মাঝে কেন লাগাও নখের আঁচড়!
দু'চোখ যে দিকে যায় চলে যাবো ভাবি
মনে হয় চাইলেই হতে পারি
লক্ষ অযুত মাইল পায়ে হাঁটা পথিক
তোমার আঁচলেই তবু বাঁধা পড়ে থাকি।

দুই।

ক্লান্তির ঘোর লেগেছে দু'চোখে
মনে হয় অন্ধকার গিলে খায় পৃথিবীর আলো,
অচল পথিক আমি ভুলে গেছি পথ;
তুমি ডাকতেই জেগে উঠি
হেঁটে যাই নক্ষত্র দূর, ছায়াপথ বরাবর।

তিন।

এই শীতমাখা শহরে
প্রতিদিন কেউনা কেউ মারা যায়,
বিস্মৃত হয়ে যায়;
আমিও সেইসব ক্রমশ বিস্মৃত হওয়া মানুষের একজন!
আমাকে মনে রাখা হয়তো কেউ
এখনো পাতাঝরা ধুলোতে শিউলী কুড়ায়
আনমনে খুলে দেয় খোঁপার বাঁধন।

চার।

তুমি চাইলেই ফিরে যেতে পারতে
পারতাম আমিও!
আমাদের অকারণ থেকে যাওয়া
অনেক কারণের উত্তর হয়ে আছে।

১৩ই মার্চ ২০২৩
বেলফাস্ট, নর্দার্ন আয়ারল্যান্ড
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.