![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তেমন কোন উপলক্ষ নেই
এখানে নিপাট ঐশ্বর্য নিয়ে বসে থাকা যায়,
পৃথিবীর সব ব্যস্ততা নিয়ে ধেয়ে যায় এই দূরন্ত নগরী
তবু এইখানে কী অদ্ভুত নীরবতা।
দিনান্তে কোলাহল নেমে এলে
কিছু পাখি তখনও বসে থাকে এখানে,
বসে থাকে এই সুরম্য প্রাসাদের উপর, ধারে, আশেপাশে।
দিনের ব্যস্ততা ফুলালেও এইখানে এসে বসি
এই ব্যস্ত নগরীর সব নীরবতা নিয়ে
কেউ কেউ বসে থাকে এখানে,
যতক্ষণ বসে থাকার ইচ্ছে থাকে
যতক্ষণ ভুলে যায় মানুষ
পৃথিবীতে বাঁচা বা মরে যাওয়ার স্বাদ
শুধুই অকারণ।
মানুষের বেঁচে থাকার
আদতে তেমন কোন উপলক্ষ নেই।
১৬ই সেপ্টেম্বর ২০২৩
পূর্ব লন্ডন, যুক্তরাজ্য।
©somewhere in net ltd.