নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
উদ্দেশ্য কি ?? পৃথিবীটা তো সাময়িক সময়ের । শুধুই ব্যর্থ চেষ্টা করছি অযথা । যদি আজকের রাতটা আমার শেষ রাত হয় , তবে আমার কোথায় ঠাঁই হবে ? স্বর্গে না নরকে !!! স্রষ্টা প্রতিদিন সুযোগ দেন । আমরাই হয়ত তাঁর প্রেরিত সুযোগ গ্রহন করি না । আপাতদৃষ্টিতে দেখা যায় যারা সৎ বা ভর্দ্র তাদের কেউ মূল্য দেয় না । কারন একটা প্রবাদ আছে রতনে রতন চেনে । হয়ত একমাত্র ভর্দ্ররাই ভর্দ্রদের মূল্য দেয় । স্রষ্টা কি তাদের মূল্য দেয় না ?? গভীর ভাবে ভাবুন ......... আশা করি উত্তর পেয়ে যাবেন
©somewhere in net ltd.