নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
আত্মহত্যা শব্দটির সাথে সবাই পরিচিত । কিন্তু এর উদ্দেশ্য কী ? অর্থাৎ কেউ কেন আত্মহত্যা করে ? কেন খুব সহজেই পৃথিবীর সাথের সমস্ত বন্ধন ছিন্ন করে মুহুর্তে ? আসলে আমরা তো কারো মন পড়তে পারি না । যদি পারতাম তবে হয়ত উত্তর মিলত । আমার মনে হয় একটা ছেলে আরেকটা মেয়ে ভিন্ন ভিন্ন কারনে স্বেচ্ছায় ইহলোক ত্যাগ করে । তারপরও আত্মহত্যা বিষয়টা খারাপ । কিন্তু যারা নিরুপায় হয় এ জঘন্য কাজ করতে , তাদের জীবন ছিল তেতো স্বাদ যুক্ত । জীবন তেতো স্বাদের হওয়া ভালো , কখনো দুঃখের অভাব পড়েনা । যাই হোক , সবই বিধাতার ইচ্ছা ।
©somewhere in net ltd.