নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে
অশান্ত পৃথিবী !! পৃথিবীর প্রতিটি খন্ডে খন্ডে মিশে আছে যন্ত্রণার পরিসীমা । আমি এই স্বার্থপর পৃথিবীর বুকে অনেকটা সদ্যজাত শিশুর মত । কিছু কিছু শব্দ আমি নতুন শিখেছি । সেই শব্দগুলোর মর্মার্থ আমার বুকে তীরের মত বিদ্ধ । মনে হয় , মস্তিষ্কে একটা পিপীলিকার দল আমার সমগ্র শক্তি নির্বাসিত করছে । আমার রক্ত - মাংস ছিঁড়ে খাচ্ছে । আমার নতুন শব্দগুলোর মমার্থগুলো এইরুপ - একটি পথশিশুর কষ্ট , পতিতালয়ে একটি মেয়ের যন্ত্রণা , একজন মাদকাসক্তের হতাশা , একজন বেকারের মানসিক অবস্থা । সত্যিই কি শব্দগুলোর মর্মার্থ ভারসাম্য নাড়িয়ে দেবার মত ?
০৭ ই মে, ২০১৬ রাত ৮:১২
তানবীর বলেছেন: ধন্যবাদ জনাব
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৬ সকাল ৮:১৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার ভাবনা সব,, বেশ ভাল্লাগলো।