নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক অসাধারণের ভিড়ে আমি এক সাধারণ।

মনিরুজ্জামান স্বপন

যুক্তি বিশ্বাস করিনা আমি, তবুও যুক্তি খোঁজে ফিরি।

মনিরুজ্জামান স্বপন › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রিমা উদ্যান আর বেহায়াপনা

১৮ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) গিয়েছেন কখনো? কি দেখেছেন সেখানে? কি আছে দেখার মত?



হ্যা, আছে সুন্দর সচ্ছ নীল রঙের পানি। সুন্দর সেতু। বিভিন্ন প্রজাতীর গাছপালা, প্রয়াত রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের কবর আর বাংলাদেশের জাতীয় সংসদ।



আমি একবার গিয়েছিলাম সেখানে। সেখানে গিয়ে ঐগুলোর সাথে আর যা দেখেছিলাম তা বললে নিজেদের দেশের ছেলে মেয়েদের সম্মান থাকেনা। আমার মনে হয়েছিল বাংলাদেশের সব প্রেমিক প্রেমিকা বুঝি এখানে এসে কোন কারনে সমবেত হয়েছে। মোটামোটি একটা লম্বা মিছিল বের করা যেত অনায়াসে আর তাতে স্লোগান দেয়া যেত দুনিয়ার প্রেমিক-প্রেমিকা এক হও এক হও। কিন্তু ওরা মিটিং মিছিল না করে গায়ের সাথে গা লাগিয়ে বসে যা করছিল তা আমি কেন জানি মেনে নিতে পারিনি এখনো পারছিনা। আচ্ছা, ওরা কারা? ওরাতো আমাদেরই ছেলেমেয়ে আর না হয় ভাইবোন তাই না? ওরা কখন কোথায় যাচ্ছে, কি করছে আমরা কি তার কোন খবর রাখছিনা? তবে কি আমরা আমাদের ছেলেমেয়ে আর ভাইবোন সম্পর্কে উদাসীন?



আসুন আমরা সবাই মিলে আমাদের ভাইবোন আর ছেলেমেয়েদের সম্পর্কে আরো সচেতন হই। ওদেরকে অধঃপতন থেকে বাঁচাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩০

চেয়ারম্যান সাহেব বলেছেন: বাইজান কি ঢাকায় নতুন আসছেন?

নেক্সট শুক্রবার আশুলিয়ায় ঘুরে আসেন। বুঝবেন, চন্দ্রিমার প্রেমিকারা কতটা ভদ্র।

২| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কিছু লুলীয় ফুটুক দিলেন না যে। হারামীগুলার বাসায় কন্ট্রোল করার কেউ নাই। X(( X(( এরাই আমাদের ভবিষ্যত। বউ নিয়া একবার গিয়া নিজেই শরম পাইছিলাম। :P :P বউ কয় তুমি এইহানে ইউনি লাইফে দল বাইন্ধা আড্ডা দিতা B:-) বউরে ক্যামনে বুঝাই তখন বিষয়ডা এইরম ছিলোনা। :( :(

৩| ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৩

সবুজ পাওয়ার বলেছেন: সব সরকারি দলের ষড়যন্ত্র,

৪| ২০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২৭

মনিরুজ্জামান স্বপন বলেছেন: আমি ঢাকা শহরে নতুন আসিনি কিন্তু ঐ অসভ্য স্থানে নতুন গিয়েছিলাম @চেয়ারম্যান সাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.