![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................
আশরাফুলের সকল ব্যাংক হিসাব জব্দ করবে এনবিআর.…সুত্র-কালের কন্ঠ-৪ জুলাই
এই অল্প টাকার দূর্নীতিতে যদি আশরাফুলের ব্যাংক হিসাব জব্দ করা হয়,তবে প্রধানমন্ত্রী থেকে দেশপ্রেমিক সার্টিফিকেট প্রাপ্ত পদ্মা সেতু খেকোর বিচার হয়না কেন?
রেলওয়ে ঘোষখোর সুরন্জিতের বিচার হয়না কেন?
শেয়ার বাজার,হর্লমার্ক,ডেসটিনি,কুইকরেন্টাল,জনতা ব্যাংক,সোনালী ব্যাংকের হাজার হাজার কোটি টাকার দূর্নীতির বিচার হয়না কেন?
বিরোধী দলীয় নেতাদের দূর্নীতির বিচার হয়না কেন?
বুঝতে পারলাম,রাজনীতি করলে মাফ।দূর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও প্রধানমন্ত্রী থেকে দেশপ্রেমিক উপাধি পাওয়া যায়।তবে রাজনৈতিক হতে হবে।
আর যারা রাজনীতি করেনা তাদের তিলকেও তাল বানিয়ে ছাড়বে।
আমিও আশরাফুলের শাস্তি চাই,কিন্তু যে দেশে হাজার হাজার কোটি টাকার দূর্নীতির বিচার হয়না উল্টো আবুল মাল সাহেব বলেন ''এটা কিছুই না রাবিশ এন্ড বোগাস'',সেই দেশে আশরাফুলের ক্ষুদ্র দূর্নীতির বিচার করতে রাষ্টীয় বিভাগ সর্বদা প্রস্তুত?
আমার সন্দেহ হয়,এটা কি আমাদের ক্রিকেটের জন্যে আগাম কোন অশনি সংকেত?
কাদেরকে খুশি করতে এই আয়োজন?
©somewhere in net ltd.