![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................
পূর্ণিমা রাতের কোন এক ক্ষনে বলেছিল নীলিমা,
''অন্ধকার অমাবস্যার রাতে,আমায় একা ফেলে চলে যাবে না তো?"
বলেছিলাম আমি,আমিতো তোমাতেই মিশে একাকার,তোমাকেই তুমি প্রশ্ন কর।
গোলাপের পাপড়ির ন্যায় ঠোট দুটোর মৃদু কম্পনে,
এক ঝলক হাসি ফুটেছিল নীলিমার।
জোৎস্নার আলোতে ছড়িয়েছিল ভূবন।
অবুঝ আমি শুধু একদৃষ্টে তাকিয়েছিলাম মুগ্ধ হয়ে।
সময়ের স্রোতে কবে যে হারিয়ে ফেলেছি নীলিমাকে,আজো বুঝতে পারিনি।
অস্পষ্ট ঝাপসা স্মৃতিগুলোই শুধু ভেসে বেড়ায়।
আজ আমার আধার রাতগুলো আছে,নেই শুধু আধার ভীতু নীলিমা।
হয়ত নিজেকে রাঙ্গিয়ে নিয়েছে পূর্ণিমার আলোয়।
আধারকেও বারন করেছি,
যাসনে তুই ওর কাছে।আমার নীলিমাকে আলোতেই মানায়।
আধার নিরব হয়েছিল,জানিনা কোন একাকীত্বের কষ্ট তার।
শুধু বলেছিলাম,
দুঃখ করিসনা,আমিতো আছি।
আমিই থাকব তোর হয়ে,আমিই অন্ধকারের স্বাথী
©somewhere in net ltd.