নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ স্বাধীন হয়েছে,কিন্তু দেশের মানুষ স্বাধীন হইনি! শুধুমাত্র এক শকুন হতে অন্য শকুনের হাতে পড়েছে জীবন্ত লাশের অধিকার! স্বপ্ন দেখি এই শকুনদের হাত থেকে একদিন আমরাও স্বাধীন হব সেদিন হবে আমাদের বিজয়ের পূর্ণতা................

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখ

নিশীর পথিক

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................

নিশীর পথিক › বিস্তারিত পোস্টঃ

ভয় নাই ওরে ভয় নাই!
নিঃশেষে যে রাজাকার,আওয়ামীলীগে যোগসাজসে তার
চেতনাধারী হইতে কোন পরোয়া নাই!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২

বরগুনা-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান শওকত হাসানুর রহমান রিমন। তিনি কুখ্যাত রাজাকার খলিলুর রহমানের ছেলে।রিমনের বাবা ১৯৭১ সালে ওই এলাকার শান্তি কমিটির নেতা ছিলেন।তার নামে ১৯৭১ সালে লুটপাট হত্যাকান্ডসহ অনেক অভিযোগ রয়েছে।

তাকে মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে ওই এলাকার মুক্তিযুদ্ধাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

আওয়ামীলীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করলেও মূলত এরাই রাজাকার আর তাদের বংশধরকে লালিত পালিত করছে।

গতকাল সজীব ওয়াজেদ জয় একটা স্ট্যাটাস দিয়েছে যার শেষ স্লোগান হল রাজাকারকে না বলুন।তাহলে আবার রাজাকারের ছেলেকে দলের মনোনয়ন দেয়া হল কেন?

কেউ যদি বলেন তার বাবা রাজাকার কিন্তু সে তো রাজাকার না।তবে আপনার একই যুক্তিতে বলব,জামায়াতে অনেকেই রাজাকার কিন্তু সবাই তো রাজাকার না।তাহলে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে কেন?

আমাদের শাহরিয়ার কবির আর জাফর ইকবাল স্যার তো আবার খুব চেতনাধারী।তাই অপেক্ষায় আছি আওয়ামীলীগের এমন কর্মকান্ডে উনাদের চেতনায় আঘাত লাগে কিনা!নাকি ভাসুরের নাম মুখে নিতে নেই বলার মত চুপ করে থাকেন।

আর আমাদের গনজাগরন মঞ ও ইমরান এইচ সরকার কি প্রতিবাদ মিছিল করবেন?নাকি আওয়ামীলীগে রাজাকার ঢুকলে মুক্তিযুদ্ধা হয়ে বের হয় এই সুত্রে তিনারাও চুপ থাকবেন?

খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা সাধারন মানুষ যদি জামায়াতের রাজাকারের মতই আওয়ামীলীগের রাজাকারের শাস্তি দাবী করি,তবে এক শ্রেনীর চেতনাধারীরা আমাদেরকেও রাজাকার বানিয়ে দেয়।

We want punishment for all of rajakaro and ban in politics all of their family.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২

নানাভাই বলেছেন: সে বরিশাল আগরপুর রোডে তাদের বাসার পাশের হিন্দু(মুক্তিযোদ্ধা দত্ত পরিবারের) জায়গা দখলকারী।
রিমন ফেন্সীখোর, বিশ্বাস না হইলে আগরপুর রোডে গিয়া এখনও দেখতে পারেন।।
রিমন তাদের হোটেলে নারী ব্যবসায়ী।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

নিশীর পথিক বলেছেন: বুঝতে হবে,রাজাকারের ছেলে বলে কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.