![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................
গত ২৯ শে সেপ্টেম্বর মুহম্মদ জাফর ইকবাল একটি কলাম লিখেছেন,যার শিরোনাম ছিল,''অস্ট্রেলিয়ায় ঝটিকা সফর''
এক পর্যায়ে পৃথিবীর বাসযোগ্য শহর মেলবোর্নের বর্ননা দিতে গিয়ে,বাস অযোগ্য শহর হিসেবে ঢাকা দ্বিতীয়তম উল্লেখ করতে গিয়ে বলেন,''আমার ধারনা যারা বাসের অযোগ্যতার সার্টিফিকেট দেন তারা মে মাসের ৫ তারিখে ঢাকা শহরে হেফাজতে ইসলামের তান্ডব দেখার সুযোগ পেলে প্রথম পুরষ্কারটা নির্ঘাত দামেস্ককে না দিয়ে,ঢাকা শহরকে দিয়ে দিতেন''
উনার ইসলাম বিদ্বেষী ভাবটা এখানেই ফুটিয়ে তুলেছেন।
হেফাজতে ইসলাম তসবিহ হাতে যখন মাঠে নামে,প্রতিরোধ করে আবার রাতের আধারে গুলি খেয়েও মরে,সেটাই উনার কাছে তান্ডব!
কিন্তু আওয়ামীলীগ যখন লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ খুন করে,সেটা উনার কাছে একশত ভাগ জায়েয!!
খুনি বাপ্পা দিত্য বসুর সাথে এক মন্ঞে বসতেও উনার চুলকানি উঠেনা।
যখন বিশ্বজিৎকে মারা হয় সেটাও উনারা জায়েয করে দেন।ছাত্রলীগ যুবলীগের তান্ডবে যখন শিশু আরমানকে মরতে হয়,সেটাও উনাদের কাছে তান্ডব মনে হয়না।
আবার যখন দলীয় ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয় তখন উনার লজ্জা রাখার জায়গা খুজে পাননা।
কিন্তু শিক্ষকদের উপর যখন মরিচের গুড়া স্প্রে করা হয় তা উনারা দেখেন না।
উনাদেরই সামনে যখন শাবিপ্রবির ভিসির বাসায় অবরুদ্ধ করে আগুন দেয়া হয়,সেটা বৈধ!কারন সেখানে তো কাকের মাংস কাকে খায়না,সেখানে কাকের মাংস শকুনে খায়।
আগে ভাবতাম যে উনি একজন শিক্ষক,লেখক ও বুদ্ধিজীবী।উনি হবেন যুব প্রজন্মের আদর্শ।কিন্তু একচোখা নীতির কারনে প্রতিনিয়তই হচ্ছেন বিতর্কিত।
হেফাজতে ইসলাম যখন প্রতিরুধ করে,আর সেটা হয় বাস অযোগ্য শহর হিসেবে প্রথম হওয়ার মত তান্ডব,তাহলে লগি বৈঠার খুনি আওয়ামীলীগের এটা কি?
ছাত্রলীগ যুবলীগের চাঁদাবাজি,টেন্ডারবাজি,বোমাবাজি,দখল,ত্বকি।আরমান,বিশ্বজিৎ মিল্কি হত্যা,সন্ত্রাসি কর্মকান্ড,ছাত্রলীগের মানিক,পান্নাদের ধর্ষনে সেন্চুরী,এগুলোকি উনার কাছে বাসযোগ্য শহরের বৈশিষ্ট্য?
হেফাজতের কারনে যদি বাস অযোগ্য শহরের মাঝে ঢাকা প্রথম হত,তাহলে যে সরকারের কারনে আজ ঢাকা দ্বিতীয় হয়েছে সে সরকারের কেন সমালোচনা করেননা??
এটা কি একচোখা নীতি নয়?
জনাব মুহম্মদ জাফর ইকবালের মনে রাখা উচিত যে,একচোখা নীতিতে রাজনীতিবিদ হওয়া যায়,আবার রাজনীতিবিদদের দালালও হওয়া যায়,কিন্তু যুব প্রজন্মের আদর্শ হওয়া যায়না।যে আদর্শ হতে পেরেছেন উনারই ভাই হূমায়ুন আহমেদ স্যার।
২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
আমাবর্ষার চাঁদ বলেছেন: জনাব মুহম্মদ জাফর ইকবালের মনে রাখা উচিত যে,একচোখা নীতিতে রাজনীতিবিদ হওয়া যায়,আবার রাজনীতিবিদদের দালালও হওয়া যায়,কিন্তু যুব প্রজন্মের আদর্শ হওয়া যায়না।যে আদর্শ হতে পেরেছেন উনারই ভাই হূমায়ুন আহমেদ স্যার।
সহমত..............
৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
বাগসবানি বলেছেন: ভাই আপনে কি সদ্য মঙ্গল গ্রহ থেকে বিতাড়িত হইছেনা নাকি?
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
তওসীফ সাদাত বলেছেন: এ কি
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
পথহারা সৈকত বলেছেন: ,জাফর ইকবাল একজন বুদ্ধিপ্রতিবন্ধী আওয়ামী সুশীল ............
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১
বাগসবানি বলেছেন: একটা কথা না বলে থাকতে পারছি না ! শাবি প্রবির ভিসি মোসলেহ উদ্দিনের মত দূর্নীতিবাজ লোকের পাছায় আগুন না দিয়ে বাড়িতে আগুন দেয়াটা একটু কম হয়ে গেছে ।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯
উদাসী স্বপ্ন বলেছেন: ঢাকা শহরে হেফাজতে ইসলামের তান্ডব দেখার সুযোগ পেলে প্রথম পুরষ্কারটা নির্ঘাত দামেস্ককে না দিয়ে,ঢাকা শহরকে দিয়ে দিতেন''
উনার ইসলাম বিদ্বেষী ভাবটা এখানেই ফুটিয়ে তুলেছেন।
তাহলে কি আপনি বলতে চাচ্ছেন হেফাজতে ইসলামীই কি ইসলামের একমাত্র রক্ষক? সেটা কিভাবে? হেফাজতে ইসলামের আন্দোলন করেছে কাওমী মাদ্রাসার ছেলেপেলে যেখানে আলেমী মাদ্রাসার লোকজন একবাক্যে বলে কাওমী মাদ্রাসার পাঠদান পুরাপুরি ভ্রান্ত এবং দুনিয়াবী। এছাড়া জামাত এ ইসলামী খোদ গত বার ক্ষমতায় থাকাকালীন মাদ্রাসা শিক্ষা বিলুপ্ত করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা ব্যাবস্হা চালু করতে চেয়েছিলো হঠাৎ এরকম ইউটার্ন মার্কা কথাবার্তা বলার কারন কি?
হেফাজতে ইসলাম তসবিহ হাতে যখন মাঠে নামে,প্রতিরোধ করে আবার রাতের আধারে গুলি খেয়েও মরে,সেটাই উনার কাছে তান্ডব!
আপনি এখানে একটা সত্য লুকিয়েছেন। হেফাজতীরা দিনের আলোয় মতিঝিলে যে তান্ডব ঘটিয়ে সোনার দোকান লুট, বিশাল করাত দিয়ে গাছ কাটলো এবং বায়তুল মোকাররমের দোকান লুটে নিয়ে পুরা ঢাকা তান্ডবে পরিণত করলো (যেই ভয়ে শফি সাহেব পর্যন্ত মতিঝিলে গেলেন না ) সেটাকে নিয়ে কিছু বললেন না কেন? এবং পুরো টা শহরে মাদ্রাসার পোলাপানের বেয়াদবী এবং মাস্তানীটা কেন উহ্য গেল? আর রাতের আধারে আপনাডের ২৫০০ লাশের মধ্যে দিনের বেলা মারা যায়া ১১ লাশ ছাড়া আর কোনো লাশ কি এখনো দেখাতে পেরেছেন? এহেন মিথ্যের উদ্দেশ্য কি?
কিন্তু আওয়ামীলীগ যখন লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ খুন করে,সেটা উনার কাছে একশত ভাগ জায়েয!!
আমি যতদূর জানি আওয়ামী লীগ তখন জামাত শিবির পিটিয়েছিলো যাদেরকে বেশীরভাগ বাংলাদেশী মানুষ মনে করে না। আওয়ামী লীগ কুকুর হলে জামাত শিবির হলো খাটাস। কুকুর খাটাস মেরেছে এবং এতে আমজনতা খুশী। আপনার এতো দুঃখ কেন? আপনি কি জামাত শিবির?
আপাতত এগুলো উত্তর দিন। জাফর ইকবালকে প্রশ্নের উত্তর পরে পাবেন আগে এসবের উত্তর দেবার ক্ষমতা থাকলে তারপর স্যারকে প্রশ্ন করুন
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:১১
উড়নচন্ডী ডটকম বলেছেন: এক কথায়,জাফর ইকবাল একজন বুদ্ধিপ্রতিবন্ধী আওয়ামী সুশীল