নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ স্বাধীন হয়েছে,কিন্তু দেশের মানুষ স্বাধীন হইনি! শুধুমাত্র এক শকুন হতে অন্য শকুনের হাতে পড়েছে জীবন্ত লাশের অধিকার! স্বপ্ন দেখি এই শকুনদের হাত থেকে একদিন আমরাও স্বাধীন হব সেদিন হবে আমাদের বিজয়ের পূর্ণতা................

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখ

নিশীর পথিক

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................

নিশীর পথিক › বিস্তারিত পোস্টঃ

আজ ত্বকীর জন্মদিন...ত্বকী তুই কেন শিবিরের হাতে মরলি না?

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩

আজ নারায়নগন্জের ত্বকীর জন্মদিন।কিন্তু আজ আর কেক কাটা হলনা।সেতো আমাদের থেকে অনেক দূরে।

ত্বকী হত্যার পর গনজাগরন মন্ঞ থেকে বিশাল প্রতিবাদ মিছিল হয়েছিল।খুনি শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।ত্বকী হত্যার বিচার চাই।সম্পুর্নই ছিল প্রমানহীন যা রাজনৈতিকভাবে শিবিরের উপর চাপিয়ে দেয়া হয়েছিল।

কিন্তু যখন জানা গেল ত্বকীর খুনি কোন রাজাকারের দল নয়,খুনি সয়ং আওয়ামী নেতা শামীম ওসমান।

তখন থেকেই গনজাগরন মন্ঞ আর ইমরান এইচ সরকারদের মুখ বন্ধ।আজ এই দালালেরা বলেনা যে,ত্বকীর খুনি আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ চাই,ত্বকী হত্যার বিচার চাই।কারন ভাসুরের নাম মুখে নেয়া যায় না।

ত্বকীর প্রতি একটা কথা খুব বলতে ইচ্ছে হয়,ত্বকী ভাই আমার,তুই কেন শিবিরের হাতে মরলিনা?তাহলে তো তুর বিচার পেতি।এই দেশে কেউ পাকি দালাল আর কেউ ভারতের দালাল,এই দালালের দেশে তুর খুনিরা বেচে যাবে প্রতিনিয়ত।

আল্লাহর কাছে ত্বকীর আত্নার মাগফেরাত কামনা করছি।আর অবশেষে ত্বকীর লেখা খুনি নরপিশাচদের নিয়ে একটি কবিতা দিয়ে শেষ করছি।

.....বিবর্তন.....

মাটির সাথে বাস করা এক পিঁপড়ে

হঠাৎ এক দিন উঠে দাঁড়াল

ইচ্ছে তার মানুষ হবে—

একঝাঁক কুকুর

একঝাঁক কুকুর

একটা কুকুর

গর্জন করে ওঠে

একঝাঁক কুকুর

দৌড়ে এলো কাছে

দেখল একটা শিকার

ঝাঁপিয়ে পড়ল

তার কাঁধে

শেষ করে দিল

...প্রাণ

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

সজিব তৌহিদ বলেছেন: ত্বকী তুমি চির ভাস্বর.. চির চেতনা..

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

অপরিপক্ক বলেছেন: এই দেশে কেউ পাকি দালাল আর কেউ ভারতের দালাল।
সহমত

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

এনজেল মাইন্ড বলেছেন: এই দেশে কেউ পাকি দালাল আর কেউ ভারতের দালাল।
সহমত

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

ভোরের শিশির । বলেছেন: এই দেশে আওয়ামীলীগের কর্মী সমর্থকদের জন্য হাজার খুন মাফ ।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

নিশীর পথিক বলেছেন: এটাই আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি।সহমত প্রকাশের জন্যে ধন্যবাদ সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.