নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ স্বাধীন হয়েছে,কিন্তু দেশের মানুষ স্বাধীন হইনি! শুধুমাত্র এক শকুন হতে অন্য শকুনের হাতে পড়েছে জীবন্ত লাশের অধিকার! স্বপ্ন দেখি এই শকুনদের হাত থেকে একদিন আমরাও স্বাধীন হব সেদিন হবে আমাদের বিজয়ের পূর্ণতা................

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখ

নিশীর পথিক

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................

নিশীর পথিক › বিস্তারিত পোস্টঃ

তথ্য ও প্রযুক্তি আইনঃ সাউথ সাউথ পুরষ্কার নিয়ে মিথ্যে তথ্য প্রচারকারীদের গ্রেফ্তার করা হউক।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

কেউ যদি মিথ্যা অথবা অশ্লীল তথ্য প্রচার করে তবে তথ্য ও প্রযুক্তি আইনে তার ৭ থেকে ১৪ বছরের কারাদন্ড হতে পারে।

আমাদের প্রধানমন্ত্রীর সাউথ সাউথ পুরষ্কার নিয়ে যে সকল মিডিয়া মিথ্যা তথ্য প্রচার করেছে তাদের গ্রেফ্তার করা হউক।যেন কোন মিডিয়া আর দালালী করতে না পারে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

সরলপাঠ বলেছেন: 'আমাদের প্রধানমন্ত্রীর সাউথ সাউথ পুরষ্কার নিয়ে যে সকল মিডিয়া মিথ্যা তথ্য প্রচার করেছে' - মিথ্যা তথ্যটি কি?

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

নিশীর পথিক বলেছেন: গত ২৪ সেপ্টেম্বর সরকারী বার্তা সংস্থা বাসস জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যবিমোচনে বাংলাদেশের অসামান্য অবদান এবং দারিদ্র্য হ্রাসে তার সরকারের গুরুত্বপূর্ণ সফলতার স্বীকৃতি হিসেবে’ সাউথ-সাউথ পুরস্কার পেয়েছেন। দেশের সব প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার খবরটি প্রকাশিত ও প্রচারিত হয়। কিন্তু প্রকৃত তথ্য একেবারেই ভিন্ন।
সাউথ সাউথ অ্যাওয়ার্ড নামের সংগঠনটি ২০১৩ সালে যাদের পুরস্কৃত করেছে তাদের মধ্যে শেখ হাসিনার নাম নেই। তিনি পেয়েছেন সাউথ সাউথ নিউজের একটি পুরস্কার, যেটি সাউথ সাউথ পুরস্কারের একটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবং এমডিজির সাফল্য নিয়ে খবর ভাগাভাগির ওয়েবসাইট।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

ফেরারী৭৬৫ বলেছেন: সরলপাঠ এটা আপনার জন্য
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.