নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ স্বাধীন হয়েছে,কিন্তু দেশের মানুষ স্বাধীন হইনি! শুধুমাত্র এক শকুন হতে অন্য শকুনের হাতে পড়েছে জীবন্ত লাশের অধিকার! স্বপ্ন দেখি এই শকুনদের হাত থেকে একদিন আমরাও স্বাধীন হব সেদিন হবে আমাদের বিজয়ের পূর্ণতা................

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখ

নিশীর পথিক

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................

নিশীর পথিক › বিস্তারিত পোস্টঃ

স্কুল পোড়ানোর দায় কে নিবে?

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

নির্বাচনী ভোট কেন্দ্রগুলো সাধারনত স্কুলেই হয়।বর্তমানে একদলীয় নির্বাচনের কারনে যে স্কুলগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তার দায় কে নিবে?হাসিনা নাকি খালেদা?

যদি ২৯ শে ডিসেম্বর খালেদা জিয়াকে অবরোধ করে রাখা না হত,তবে হয়ত সেখানেই সমাধান চলে এত,তবে কি আজ স্কুলে আগুন দিত?

কেন গৃহবন্দী করে রাখা হল,আর কেন এখন স্কুলে আগুন জ্বলে?

এ ব্যর্থতা কি সরকারের নয়?

এ অবস্থা থেকে আমাদের মুক্তি হবে কবে?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০

নিঃশব্দ শিশির! বলেছেন: কুতত্তার বাচ্চা, আগুন দিযা কস দায়ি কে?
শূয়রের সন্তান,...!!!

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩

নিশীর পথিক বলেছেন: নিঃশব্দ শিশির!: কুত্তার বাচ্চা যে কে সেটা আপনার কমেন্ট থেকেই বোঝা গেল।আপনার মা বাবা বংশ পরিচয় পেলাম।শিক্ষিত হয়েছেন,কিন্তু মানুষ হতে পারলেন না।হবেনই বা কিভাবে?জন্মই তো আপনার কুত্তার..…

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৮

ফাহীম দেওয়ান বলেছেন: তো আপনিই বলেন, উনারে গৃহবন্দি (???) না করলে উনি কি নির্বাচনে অংশ গ্রহন করবার জন্য সবাইকে ঝাপিয়ে পড়তে বলতেন ??

বাল ছাল না বইলা, এইসব সহিংসতা কে না বলে, এইসবন বন্ধ করতে বলেন। নির্বাচন যদি জনগনের দ্বারা প্রত্যাখ্যাতই হয় তবে এত ভয় কিসের, আগুন জ্বালিয়ে মানুষ মেরে কেন ভোট কেন্দ্রে যেতে ভয় দেখাতে হবে ???

খালেদাকে গৃহবন্দী করাতেই যদি এসব হয়ে থাকতো তবে ২৯ তারিখেই হতো। বলেন বাবা তারেকের ঐহী বানী পেয়ে দেশে নৈরাজ্য তৈরী করে সেনাবাহিনীকে অসংবিধানিক পথে আসার উস্কানি দেয়াই এর মুল উদ্দেশ্য।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩০

নিশীর পথিক বলেছেন: ফাহীম দেওয়ান: তাহলে তত্বাবধায়ক দিতে এত ভয় কেন?
এই প্রহসনের নির্বাচনে কয়টি দল অংশগ্রহন করতেছে?
বিরোধী দল ছাড়া কিভাবে গ্রহনযোগ্য নির্বাচন হবে?
সংবিধান কি ঐশী বানী যে আমাকে মেরে সেই বানী রক্ষা করতে হবে?সংবিধানের জন্যে আমি নাকি আমার জন্যে সংবিধান?
আর সংবিধান অনুযায়ী তো আরও দুইবার তত্বাবধায়ক দেয়া যায়,তবু দেয়না কেন?
একজনের ইচ্ছায় কি সব?
সহিংসতা অবশ্যই বর্জনীয়,কিন্তু সরকার সহিংসতার পথ করে দেয় কেন?

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

নিশীর পথিক বলেছেন: এই সহিংসতার জন্যে উভয়কেই বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৮

মুহসিন বলেছেন: আমাদের দেশের রাজনৈতিক আন্দোলন ও সেই আন্দোলনকে দমানোর প্রচেষ্টা কেন যেন দিন দিন সহিংস হয়ে উঠছে। সমঝোতা যেন বিষ। আর এই কোন্দল, হানাহানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। দুই দল চুক্তি করে ৫ বছর ৫ বছর ক্ষমতা বদল করলেই কিন্তু হয়।

তা না করে কেবলই যুদ্ধ যুদ্ধ ভাব একটা তৈরী করে রাখতে হয়তো ওদের ভালো লাগে।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১২

েফরারী এই মনটা আমার বলেছেন: Click This Link
কবি বলেছেন,
পাগলের সুখ মনে মনে ,
রাইত হইলে তারা গুনে ।।
কবি উপরোক্ত কবিতায় একটি বিশেষ শ্রেনীর পাগলের বৈশিষ্ট্য বর্ননা করেছেন।
কি সেই বৈশিষ্ট্য?
এদের কথাবার্তা মোটামুটি স্বাভাবিকই থাকে।শুধু তারা কল্পনার জগতে বাস করে ,আর যা দেখে মুলতঃ সবই তার দাবী করে।ভাবটা এমন গোটা দুনিয়ারই বাদশাহ্‌ সে।রাস্তায় রাস্তায় ঘুরে বেরায়। রাস্তায় ছদ্মবেশে বেড়াছ্ছে প্রজাদের অবস্হা দেখার জন্যে। এ ভাবের জগতে থাকার কারনে সারাদিন সে খুব সুখে থাকে।ভাবতে থাকে রাতের বেলা সে তার রাজপ্রসাদে ফিরে যাবে।
কিন্তু যখন রাতের বেলা হয় তখন ফুটপাতে শুয়ে আকাশের তারা গুনে।
এই হইলো Mango peaple....। আমরা ৫ বছরে একবার কোন একটা মার্কায় সীল মারার সুযোগ পেয়ে ঐ পাগলের মতো নিজেকে দেশের মালিক মনে করি।বাকি ৫ বছর রাস্তায় রাস্তায় ঘুরি।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

নিঃশব্দ শিশির! বলেছেন: শূয়রের বাচ্চা,,বাইনচোদ....!!!! আর শিক্ষিত......!! মানুষ মারস আগুন দিয়া , স্কুল পোড়াস,,,আবার ভাব চোদাস,,,তোরে আমি..চু////!!!!!
কুত্তার বাচ্চা,,,,,শালা জামায়াত,,,,,!!!

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

নিশীর পথিক বলেছেন: Sisir@r u bloody bustard?fuck your mother,you are a mother fucker

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.