নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাহিত্য প্রেমী। লিখতে ও পড়তে ভাল লাগে। উদার মনোভাব প্রকাশ করতে পছন্দ করি। নিজের চিন্তাজগত প্রসারিত করে, ভাবনাকে শ্রুতিমধুর রুপে সাজিয়ে অন্যের চিন্তাজগতের প্রসার ঘটাতে সর্বাত্মক চেষ্টা করি।

Monkula

Monkula › বিস্তারিত পোস্টঃ

সিলেট সিক্সার্স _ বিপিএল ২০১৭।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫



সিলেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৭'র ৫ম আসরের যাত্রা শুরু। এই আসরে অংশগ্রহন করেছে সর্বমোট সাতটি দল। এর মধ্যে একটি হল " সিলেট সিক্সার্স। "
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট'র ফিরে দেখা_
২০১১/১২
________ :- বিপিএল ২০১৭'র আসরে সিলেট দলের নামকরণ ছিল " সিলেট রয়ালস "। সিলেট আইকন খেলোয়ার হিসেবে খেলেছিলেন অলক কাপালি। দলনেতা ছিলেন পিটার ট্রেগো। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অস্ট্রেলিয়ান স্টয়ার্ট ল।সিলেট রয়ালস অভিজ্ঞ খেলোয়াদের ক্রয় করেছিল। যেমন- ব্যাটসম্যান_ ইমরুল কায়েছ, স্কট স্ট্যারিস, কামরান আকমল এবং আর। বোলার_ সোহেল তানভীর, ব্র্যাড হগ, রুবেল হুসাইন এবং আর অনেক-ই। অভিজ্ঞ বোলার সোহেল তানভীর এর ক্রয় মূল্য ছিল $১০০,০০০। সিলেট রয়ালস সেমি পর্যন্ত কোয়ালিফাই করতে পেরেছিল।
২০১২/১৩
________:- সিলেট রয়ালস'র মধ্যে যারা খেলেছিলেন তারা হলেন_ মুসফিকুর রহিম, সোহাগ গাজী, পল স্টিরলিং, হ্যামিলটন, মাসাকাদজা, ইল্টন চিগুমবুরা, ডির্ক নান্নেসা, মমিনুল হক এবং আর। কোচের দায়িত্বে ছিলেন আঞ্চলিক অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ সালাউদ্দিন। তারা প্লেঅফ পর্যন্ত খেলতে সক্ষম হয়েছিল।
২০১৫/১৬
________:- আলিপ গ্রুপ ছিল টিমের মালিক। নামকরণ করা হয়েছিল " সিলেট সুপার স্টার্স।" তখন আঞ্চলিক অভিজ্ঞতাসম্পন্ন সারওয়ার ইমরান কোচের দায়িত্বে ছিলেন।
২০১৬/১৭
________:- সিলেট অংশগ্রহন করেনি।
২০১৭/১৮
________:- এবার বিপিএল ২০১৭'র আসরে সিলেট দলের নামকরণ করা হয়েছে, " সিলেট সিক্সার্স। " দলের মালিক হলেন, " সিলেট স্পোর্টস লিমিটেড।" দলটির তত্বাবধানে আছেন, বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবং চেয়ারম্যান হলেন সাহেদ মুহিত। এছাড়াও ব্যবস্থাপনায় আছেন, ফারুক আহমদ। কোচের দায়িত্বপ্রাপ্ত হলেন, জাফরুল এহসান।
সিলেট সিক্সার্স ২০১৭ বিপিএল'র খেলোয়ারগন হলেন, দলনেতা নাসির হুসাইন, আইকন খেলোয়ার সাব্বির রহমান, উপল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকে, রস হোটেলেই, আন্দ্রে মক্কার্থী, শুভাগত হোম, লিয়াম প্লাস্কেট, টিম ব্রেসনান, চতুরাঙ্গাদি সিলর্ভা, আন্দ্রে ফ্লেচার, ওয়ারিদ হাসারাঙ্গা, নুরুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, আবুল হাসান, ইমতিয়াজ হুসাইন, মোহাম্মদ শরীফ, তাইজুল ইসলাম, নাবিল সামাদ, শরিফুল্লাহ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেটের জয়ের ফলাফল :- জিরো।
বিপিএল ২০১৭'র আসরে সিলেট সিক্সার্স যতেষ্ট আশা ও সম্ভাবনা নিয়ে অংশগ্রহন করেছে। আমার দেখা মতে, টিম ব্যবস্থাপনা একটি শক্তিশালী দল গঠন করেছে। তাতে যতেষ্ট অভিজ্ঞ ব্যাটসম্যান ও বোলার রয়েছে। সিলেটের একজন সমর্থনকারী হিসেবে আশা করি এবার তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দল এবং সমর্থনকারীদের জন্য সুখবর বয়ে আনতে সক্ষম হবেন। যদিও সিলেট সিক্সার্স নিজেদের মাঠে জয় পেয়েছেন। দ্বিতীয় পর্বে ঢাকার মাঠে তারা তাদের সেরাটা খেলতে পারেনি। বৃষ্টির জন্য একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়। এর পর শোচনীয় হার। যেন তারা ঝিমিয়ে পড়েছে। এত অভিজ্ঞ ব্যাটসম্যান থাকা সত্বেও তাদের সেরাটা প্রদর্শন করতে পারছে না। সিলেট সিক্সার্সর'র একটি দুর্বলতা অবলোকন করলাম, যে তাদের টপ লেভের ব্যাটসম্যানরা যদি কোনক্রমে রান না পায়, সেক্ষেত্রে জয়ের জন্য যতটুকু রান প্রয়োজন ততটুকু পারে না। এর থেকে বেরিয়ে আসতে হবে। সিলেট সিক্সার্সকে কিছুটা পরিবর্তন নিয়ে খেলতে হবে। যেমন- ওপেনার হিসেবে সাব্বির রহমানকে খেলানো উচিত। বিশ ওভারের খেলা বেশি নয়। এখানে একজন ব্যাটসম্যানের জন্য দাঁড়িয়ে দেখার সুযোগ নেই। হিটার প্রয়োজন। যত পারা যায় রান তুলতে হবে।
যাইহোক, সিলেট সিক্সার্স তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় উপহার দিবে। তাদের সেরাটা মাঠে প্রদর্শন করবে। তাহলেই কিছু একটা সম্ভব। সবশেষে সিলেট সিক্সার্স'র জন্য শুভকামনা রইল। জয় হোক সিলেট সিক্সার্সের, জয় হোক সমর্থকদের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.