![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়া রহিম ইয়া রহমান
করি তোমার গুন গান
ঐ মধ্য রজনীতে জেগে আছি
পাবো বলে তোমার মেহেরবান।
এই ছোট্র জীবনের মায়ায়
আছি স্বপ্নে বিভোর
রাত পোয়াবে কবে
জীবন নামক ট্রেনযাত্রার।
এই মন জিগীরে মশগুল
জাগরণে শয়নেস্বপনে
করে আল্লহু আল্লাহু
কি নিদারুণ গুন গুন সুর।
তোমার কাঁহারো রুপ
বড়ই যে ভয়ংকর
তাঁরই বিপরীতে আছে তোমার
ক্ষমা এবং মায়াময় রুপ।
এই অদম নিশিতে ডাকছে তোমায়
কর না নিরাশা হে দয়াময়
খোল তোমার রহমতের দরজা
কর দিল রওশন।
ইয়া আল্লাহু মেহেরবান
তুমি বড় দয়াবান
কর ক্ষমা দিও ছায়াতল
রোজ আসরের ময়দান।
নেক আর পাপ নিয়ে,
করনা বড়াই।
ভাব নিরালায়,
আমিই পাপী,
সেরা অদম।
মুক্তি দিও,
রোজ হাসরে,
তোমারি দয়ায়।
ইয়া রহিম, ইয়া রহমান,
আল্লাহু মেহেরবান।
ভূমন্ডল থেকে ভূগর্ভ,
করেছ সৃষ্টি।
কি নিদারুণ তোমার,
কারিগরি।
হাঠারো হাজার মাখলোকাত,
পাঠাইলা দুনিয়ায়।
মানুষ সৃষ্টির সেরা জীব,
ঘোষণা তোমার।
ইয়া রহিম, ইয়া রহমান,
করি তোমার গুনগান।
©somewhere in net ltd.