নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাহিত্য প্রেমী। লিখতে ও পড়তে ভাল লাগে। উদার মনোভাব প্রকাশ করতে পছন্দ করি। নিজের চিন্তাজগত প্রসারিত করে, ভাবনাকে শ্রুতিমধুর রুপে সাজিয়ে অন্যের চিন্তাজগতের প্রসার ঘটাতে সর্বাত্মক চেষ্টা করি।

Monkula

Monkula › বিস্তারিত পোস্টঃ

মেঘ বালিকা।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১



ভোরের আলো যখন ফুটে এবং জানালায় উকি দেয়, তখন মনের ভিতর এক অন্যরকম ভাল লাগা শুরু করে। মনটা আনছান করে আকাশের দৈন্যতার সাথে মিশে যেতে। আকাশের নিলিমায় রাঙাতে। মেঘের বাড়ি ছুটাছুটি করতে। নিজেকে হারিয়ে ফেলতে।

মেঘ বালিকা তুমি দিও না গো তোমার কালো কেশের সুগন্ধ ছড়িয়ে হাওয়ার ভেলাতে। দিও না গো তোমার হাসির ঝলক দেখিতে। পুড়ে যাবে হৃদয়। মেঘ বালিকা তোমার মুখ লুকিয়ে রাখ মেঘের আড়ালে।

মেঘ বালিকা তোমার চোখের গভীরতায় কাজল তার মুগ্ধতা হারিয়ে ফেলবে। মেঘ বালিকা তোমার চোখের পলক ভাসিয়ে নিয়ে যাবে দূর থেকে দূরে। তবু একটুও নড়বড় হবে না। মেঘ বালিকা তোমার রুপের ঝলক জ্যোৎস্না কেও হার মানাবে। তুমি অদ্ভুত, যেন সদ্য ফুটন্ত এক গুচ্ছ গোলাপ। মেঘ বালিকা এর সাথেও তুলনা হয় না তোমার। তুমি তার অধিকতর উপরে। মেঘ বালিকা তোমার স্পর্শে হিমছড়ির শীতল হাওয়া উষ্ণতা অনুভব করবে।

মেঘ বালিকা দিও না গো তোমার চোখের পলক যেনতেন। তোমার ভালবাসার কাছে ভয়ংকর সমুদ্রের গর্জন থেমে যাবে। মেঘ বালিকা তুমি পাহাড়ের শ্যামল ছায়া। তুমি মেঘে ভেসে বেড়ানো অনুভবতা। মেঘ বালিকা তোমার কোকিল কন্ঠের সুর হল বাদ্যযন্ত্রের ধ্যান। যা হৃদয়ে কম্পন তৈরি করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.