![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসার নেই কোন স্বাদ - গন্ধ, নেই কোন নিদিষ্ট পরিমাপ। ভালবাসার নেই কোন ধর্ম, বর্ণ, গোষ্টি। ভালবাসা হলো মনের আপেক্ষিক রং, হৃদয়ের বন্ধন। হৃদয়ের আন্তরিকতা। ভালবাসা হলো মায়ার টানে হৃদয়ের এক আনন্দঘন কাঁচা। যেখানে সুখ - দুঃখের সমান্তরাল টানারেখার মাধ্যমে এক আনন্দঘন, অনাবিল শান্তি দ্বারা মনের মধ্যে ভালবাসার চুম্বকরশ্মি তৈরি হয়। ভালবাসার বলয়ের দৈন্যতা বিশাল। যেখানে সব ধরনের বিপর্যয়ের অবসান ঘটে। যুদ্ধ, বিবাদ, হিংসা, প্রতিহিংসা, দুঃখ, কষ্ট এরকম কোনকিছুর স্থান নেই। সবকিছুর উৎপাত ঘটিয়ে এক ফলপ্রসূ মায়ার বন্ধনের প্রসার লাভ করে।
স্থান, কাল, পাত্র মোটকথা, ভালবাসার স্বরুপ প্রকৃতির ভিন্নতা আলাদা - আলাদা। ভালবাসা হলো মনের আনন্দের কুড়াক। বেঁচে থাকার অবলম্বন। জীবন যুদ্ধের অস্র। এগিয়ে যাওয়ার উৎসাহ - উদ্দীপনা। সফলতার ভিত্তি। কষ্টে জর্জরিত মনের নির্মূল থেকে উঠে আসা প্রাপ্তির উচ্চশিখর। ভালবাসা হলো মায়ার বন্ধনে পরিবেষ্টিত এক শান্তির নীড়। যেখানে সবকিছুই ক্ষমাযোগ্য। ক্ষমাসুন্দর দৃষ্টিতে উপভোগ করা। শান্তির বার্তা পৌঁছে দেওয়া। মুগ্ধতায় পরিপূর্ণতা লাভ করা।
ভালবাসা হলো মনের মিলন। সংসারে সুখের মূল উপজিব্য বিষয়। একে অন্যের মায়ার আশ্রয়। সুখের চাবিকাঠি। ভালবাসা হলো জীবনোচ্ছ্বাসের গতি। গতিপথ অতিক্রম করার কৌশল। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুখের প্রতিচ্ছবি। যেখানে মান - অভিমানের পরিসমাপ্তি ঘটিয়ে আনন্দ - উল্লাসের চাদরে একাকার রুপে বিকশিত হওয়া। ভালবাসা হলো সুখে - দুঃখে জড়িয়ে রাখা। ছাড় দেওয়া। সুখের রঙে রাঙিয়ে তোলা। দূর্বল হৃদয়কে বল প্রদান করা। হৃদয়ের মধ্যে সুখের বীজ বপন করে সুন্দর, স্বাভাবিক আনন্দময় জীবন পরিচালিত করা। ভালবাসা হলো আনন্দময় ও শান্তির সংসার।
©somewhere in net ltd.