![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুম্মা মোদের খুশির দিন
যাব মোরা মসজিদে দলে দলে
পড়ব মোরা নামাজ কাধে কাধ মিলিয়ে
আনব মোরা শান্তি ফিরিয়ে মোদের অশান্ত মনে।
শোন মুমিন মুসলমান ভাই
দেখ সবাই বসে আছে নিরবে
শ্রবণ করছে ঈমামের কথন
আনন্দ-উল্লাস আর কতইনা শান্তির উত্থান হচ্ছে মনে।
কান পেতে শোন গম্ভীর ভাব নিয়ে
সবার দিল জিগীরে মশগুল
জপছে আল্লাহু আল্লাহু
ধসে পড়ছে কলবের জং।
সবাই সিজদারত অবস্থায়
করছে আল্লাহর গুনগান।
নামাজ শেষে দুই হাত তুলে
করছে সবাই মোনাজাত
অশ্রু ঝলমল করছে নয়নগুলোতে
মাফি চাচ্ছে মহান আল্লাহর দরবারে।
©somewhere in net ltd.