![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী শক্তি, নারী বল,
নারী ধমনীর প্রবাহ, নারী চিত্তের স্পন্দন।
নারী বন্ধন, নারী সুরেলা সুর,
নারী বিষ্ময়, নারী তম্ময়।
নারী স্নেহের বাঁধন, নারী মাতৃত্বের হিমালয়,
নারী সুন্দর, নারী অতুল।
নারী বিরল, নারী মঙ্গল,
নারী দিপ্তি, নারী চলন।
নারী কন্ঠ, নারী অনুকম্পা,
নারী অনাড়ম্বর, নারী অদম্য।
নারী স্পৃহা, নারী ভাস্বর,
নারী অভেদ, নারী বিত্ত।
নারী দুর্বোধ্য, নারী শীতলছায়া,
নারী প্রশান্তি, নারী অপুর্ব ধরা।
নারী বিনির্মাণ, নারী চিরশ্যামল,
নারী শান্তির প্রতিক, নারী বলয়।
নারী বিনয়ী, নারী মমতাময়ী,
নারী পথচলার সাহস, গন্তব্যের প্রদীপ।
নারী সৃষ্টির সম্মান, নারী রাজ্যের মুকুট,
নারী বিষ্ময়কর, নারী সুমধুর কলরব।
©somewhere in net ltd.