নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

পথিক৬৫

আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।

পথিক৬৫ › বিস্তারিত পোস্টঃ

কারাপক্ষ ও সাকার কথোপকথন

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

কারাপক্ষঃ আজ আপনার ফাসিঁ, সেটা কি জানেন?
সাকাঃজানি, এটা কোন ব্যাপার না।
কারাপক্ষঃ কেন যে সেদিন হাসিনাকে বিয়েটা করলেন না। তাহলে আজ আপনার এই ফাঁসি টাসি তো আর কিছু হত না।
সাকাঃ হা হা হা। তুমি কি বুঝনা যে আমি কেন তাকে বিয়ে করি নি? আরে নি*** এর ঘসা মাল দিয়ে আমি কি করতাম। আর ওরে যেদিন বিয়ে করতাম সেদিন ই তো আমার ফাঁসি হয়ে যেত।তবে এখন ফাঁসি হচ্ছে লাল সোনা দেখিয়ে, আর তখন কালা টা এই তো তফাত।
কারাপক্ষঃ হুম সে তো বুঝলাম। আচ্ছা স্যার আমি যার জন্য এসেছি; হাসিনার থেকে আপনার কাছে চিঠি এসেছে, এই যে নেন।
(সাকা চিঠিটি খুলে পড়ছিল)
প্রিয় সাকা,
তুমি আসলেই বোকা frown emoticon তুমি কি বুঝনা আমি আজ ও তোমাকে কত ভালবাসি। তোমার জন্য আজও আমি মাঝ রাতে জেগে জেগে কাঁদি।কিন্তু কি হবে বল আমি তো ইন্ডিয়ান হয়ে গেছি।আর দাদা বাবু বলেছে তোমাকে বাঁচিয়ে রাখলে আর আমাকে ভালবাসবে না। কারন সে তার পথে অন্য কাউকে দেখতে চায় না। তাই তো তোমাকে ফাঁসি দিচ্ছি। তবে হা যদি তুমি আমাকে এই শর্ত দাও যে জেল থেকে বের হলে আমাকে ভালবাসবে তাহলে চিঠির সাথে পাঠানো এই কাগজ টা স্বাক্ষর করে রাষ্টপতির কাছে পাঠিয়ে দাও, আমি তাকে বলে দিচ্ছি।
ইতি, তোমার প্রেয়সীনী।
সাকাঃ হট ননসেন্স, এটা কি জিনিস! আমার মত একজন নেতাকে হাসিনার মত নি**ঘসা মাল প্রেমের প্রস্তাব দিচ্ছে এখনও। এটা আমাকে আপমান ছাড়া কিছুই নয়। আমি এই অপমানের বিচার রাষ্টপতির কাছেই দিব। এই সেন্টি, শোন তোমার স্যারকে পাঠিয়ে দাও, আমি রাষ্টপতির কাছে বিচার দিব। তবে তার আগে মুজাহিদ সাহেবের সাথে ছোট্র একটা পরামর্শ করে নেই।পরামর্শ শেষে কারা সুপার কে জানান হল যেঃ
মুজাহিদঃ আমরা রাষ্টপতির কাছে আবেদন করব যে হাসিনা সাকা সাহেবকে অপমান করেছেন, আর আমি তার স্বাক্ষী। এজন্য আমি ও স্বাক্ষী হিসেবে সেই পেপার পাঠাবো তার কাছে।
এদিকে কারাপক্ষ থেকে জানান হল সাকা আর মুজাহিদ রাষ্টপতির কাছে আবেদন করবেন।(কিসের আবেদন সেটা এখন ও বলেন নি)
সাথে সাথে সারা বাংলায় খবর ছড়িয়ে গেলঃ
"প্রান ভিক্ষা চাইবেন সাকা আর মুজাহিদ"
এটাই আমাদের হলুদ মিডিয়া।
(কথোপকথন কাল্পনিক হলেও বিষয় বাস্তব)

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

হাবিব ইমরান বলেছেন: অসাধারণ ।
অনেক ভালো লাগলো .....
বেদনার মধ্যে হালকা বিনোদন । ....

২| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: গল্প উপন্যাস লিখে অভ্যাস আসে নাকি ???

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

পথিক৬৫ বলেছেন: কেন ভাই?

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

কল্লোল পথিক বলেছেন: চমৎকার

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

রাহমান বিপ্লব. বলেছেন: রম্য গল্পটা ভালো লাগছে। আমন্ত্রণ 'বাস্তবতা' নিয়ে একটু বাতচিত করি :)

"প্রাণভিক্ষা" না ছাই? যার বিয়া তার খবর নাই; পাড়া পড়শির ঘুম নাই!!! :( :(

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

পথিক৬৫ বলেছেন: আপনার পোস্ট ডিলেট করে দিয়েছে মনে হচ্ছে

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

পথিক৬৫ বলেছেন: আপনার পোস্ট ডিলেট করে দিয়েছে মনে হচ্ছে

৬| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

ধঅনের শীষ বলেছেন: বাংলার স্বাধীনতার বিরুদ্ধে কর্মীদের অস্ত্র হাতে তুলে নিতে নেতা মুজাহিদের আদেশঃবাংলার স্বাধীনতার বিরুদ্ধে কর্মীদের অস্ত্র হাতে তুলে নিতে নেতা মুজাহিদের আদেশঃ

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

পথিক৬৫ বলেছেন: আপনাকে দেখেছি এই এক ই ছবি অনেক যায়গায় দিয়েছেন।যে পেপারের নাম নেই।না যায় কোন লেখা বুঝা।কিংবা কোন মুজাহিদ তার ও কোন প্রমান নেই সেটা প্রামান হিসেবে দেখানো আর আওয়ামী ট্রাইবুনাল এর মাঝে কি তফাত আছে?

৭| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

চলন বিল বলেছেন: অসাধারন লিখেছেন

৮| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

এম মিজানুর রহমান বলেছেন: মন্তব্যে কি লাভ হবে লেখায় যদি সস্তা সুড়সুড়ি দেয়া হয়

৯| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

মা গো ভাত দাও বলেছেন: ধঅনের শীষ এ খবর যে সত্য এর প্রমাণ কি। কারণ আজ যা মিডিয়ায় দেখানো হচ্ছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

১০| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

রাহমান বিপ্লব. বলেছেন: স্যরি আমার ভুল! :)


somewhereinblog.net/blog/RahmanBiplob/editpost/30087670/blog/0

১১| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

কমরেড ওমর ফারুক বলেছেন: মজা পাইলাম

১২| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: দেশের একজন প্রধানমন্ত্রী সম্পর্কে যে এরুপ কথা লিখতে পারে, তার পারিবারিক পদবী ও রুচি সম্পর্কে প্রশ্ন থেকেই যায় ।

২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

পথিক৬৫ বলেছেন: আপ্নি করতে চাইলে আমি বলতে পারব না?

১৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

জাতির গ্রান্ডপা বলেছেন: হলুদ মিদিয়া তাকাল মুকে হলুত হলুত পাতলা হাদু কলে দিতে??????????????????? কুব বাল লাইকচ্যে.।.।.।.।। মিদিয়ালে আলও হাদু কইত্যে দ্যাও.।.।.।.। পাতলা পাতলা হলুত হলুত হাদু.।.।.।।। তাকা আল মুদাহিতেল মুতে.।.।.।।। ;););)

১৪| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
যে ফরমে দরখাস্তটা তাঁরা করেছেন, সেটা হচ্ছে সংবিধানের ৪৯ অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা করার যে ক্ষমতা, সেজন্যই আবেদন। সেই ফরমেটেই "দোষ স্বীকার করিয়াছি" এটা এডমিট করে স্বাক্ষর করেই বাকি লেখা লিখতে হয়,
বাকি লেখাতে হয়ত ছিল বিচার বাতিল করে নতুন করে বিচার করার আবেদন .. ... ইত্যাদি বাল ছাল, এব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ করার জন্য সেই ফরমেটেই তাঁরা আবেদন করেছেন। সেটা নিশ্চিতই মার্সিপিটিশন দরখাস্ত। এটাই হয়েছে।
ম্যাজিষ্ট্রেটদ্বয় হয়তো একটু কৌশলের আশ্রয় নিয়ে মুচলেকাটি নিয়েছেন। সময়েই সব জানা যাবে।

এটিও পড়ুন -
ওরা অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চেয়েছেন। নিশ্চিত।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাবিব ইমরান বলেছেন: অসাধারণ ।
অনেক ভালো লাগলো .....
বেদনার মধ্যে হালকা বিনোদন । ...
+++

১৬| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

সজিব হাওলাদার বলেছেন: মুরগি কবিরের বিচার কবে হবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.