নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
১/ আমি অন্ধকার কে ভালবাসি, আলোকে না।কারন আমি যখন আলোকে ভালবাসব তখন সেই আলোর থেকে আমার কিছু চাওয়ার চাহিদা সৃষ্টি হতে পারে।কিন্তু সেই চাওয়া যখন ই আমি পাব না ঠিক তখনই আমি আঘাত পাব।
আর যখন আমি অন্ধকার কেই ভালবাসব তখন আমার চাওয়ার বা পাওয়ার কিছু থাকবে না।কারন আমি জানি সে অন্ধকার আর তার চলে যাওয়াও হয়তো আমাকে কাঁদাবে না।।
২/চলে আসতে বা না আসতেই চলে যাওয়া থেকে কোনদিন না আসাই অনেক ভাল।কারন,না আসলে আমি সেই বস্তুটাকে কোন একদিন ভুলে যেতাম শুরুতে না পারলেও আর যা উপচে ও উঠত না কোনদিন।কিন্তু যখন ই এসে আবার চলে যাবে তখন যাওয়ার সময় টা খুব কষ্টের না হলে ও সময়ের সাথে সাথে সেই বেদনাটা বাড়তেই থাকে,যা কোনদিন ও মুছে বা ঘুচে যাওয়ার বা নয়।।
২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
পথিক৬৫ বলেছেন: হা হা হা । াবার প ড়েন
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
হোসেন মালিক বলেছেন: কিচ্ছু বুঝি নাই, আউলা ঝাউলা লেখা