নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
ফরহাদ মাজহার কে গুম করতে না পেরেই কি গ্রেপ্তার এর মাধ্যমে বৈধ গুমের ব্যবস্থা করা হচ্ছে?
কলামিস্ট এবং আলোচক ফরহাদ মাজহার কে কিছুদিন আগে গ্রেপ্তার করা হলেও যশোর থেকে তাকে উদ্ধারও করা হয়েছিল দিনে দিনে।আর এই উদ্ধার এর পেছনে ডানপন্থী অনলাইন এক্টিভিস্টদের ইস্যুর পেছনে লেখা এবং সরকারকে এর পেছনে দায়ী করা সাথে পুলিশ বাহীনির অনেক অপূর্নতা সামনে আসলে দিনে দিনেই তাকে উদ্ধার করা হয়েছিল যশোরগামী হানিফ পরিবহন এর একটি বাস থেকে। কিন্তু নাটক যে পক্ষ থেকেই হোক না কেন,নাটকের শেষ এখনও হয় নাই।
কারন ফরহাদ মাজহার নিজে গুম হয়েছিলেন,কিংবা স্ত্রীর থেকে টাকা আদায়ই ছিল ফরহাদ মাজহার এর উদ্দেশ্য কিংবা পরকীয়া অব্দি অনেক খবরের শিরোনাম হতে ছাড়েনি এই প্রবীণ কলামিস্ট কে।
আজ আবার নিউজে এসেছে "দ্রুতই গ্রেপ্তার হচ্ছেন ফরহাদ মাজহার" নামে শিরোনাম আবার এসেছে সামনে।
এখন প্রশ্ন হচ্ছে যে বা যারা তাকে ঘুম করতে চেয়েছিল তাকে সেই গুম করতে ব্যর্থ হয়েই কি এবার ভিন্ন পন্থায় তাকে আটকের ব্যবস্থা করা হচ্ছে কিনা? সেই প্রশ্ন সামনে চলেই আসছে।।
২| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২
পথিক৬৫ বলেছেন: শয়তানেরও নিরাপদে বাচার অধিকার আছে।তাই না কি?
৩| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
সরকার, মাজহার, পুলিশ, মিডিয়া, সবগুলো মিথ্যুক
৪| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
কলাবাগান১ বলেছেন: ভিডিও মিথ্যা বলে না...উনার স্ত্রীর সাথে কথারমাঝখানে অসাবধানবসত বলে ফেলেন যে তিনি রাস্তায় হাটছেন...পরে আবার বলেন যে গাড়ীর মধ্যে.....আপানকে গুম হওয়ার পর ছেড়ে দিলে সবার আগে আপনি বাসায় ফোন করবেন (উনার সাথে ফোন ছিল) কিন্তু উনি খুলনার নিউমার্কেটে বিকারহীন ভাবে হাটছেন আবার পিলারের আড়ালে লুকানোর চেস্টা করছেন...
এই যুগে এসে সেবাদাসী!!!!!!
৫| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৫
হয়ত তোমারই জন্য বলেছেন: হা, হা, ঠাকুর ঘরে কেরে, আমি কলা খাইনা
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
শয়তানদের কাহিনী