![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
ছেলেটার কথা খুব মনে পরছে।আমাদের ক্লাশের সব থেকে সহজ সরল ছেলে বলা চলে তাকে।আমাকে দেখলেই মশিউর ভাই কেমন আছেন বলে মুচকি একটা হাসি সে দিতই। আবার কোন সমস্যা হলেও আমার কাছে এসে বসে থাকত।মাঝে মাঝে বকা দিতাম আর সারল্যতার কারনে।বয়সেও অনেক কম ছিল।
নাম আশরাফ সিদ্দিকী।বাড়ি বি.বাড়িয়া।গতকাল গতকাল বিকেলে রেলব্রিজ পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রেন থেকে আত্মরক্ষার জন্য নদীতে লাফ দিয়েছিল।তার সাথের জন তীরে আসলেও এখন পর্যন্ত তাঁর কোন খোজ পাওয়া যায় নি।
ডুবুরিদের তৎপরতা এখনও অব্যহত থাকলে ও কোন সমাধানে আসতে পারেন নাই তারা।
তার জন্য বিশেষ দোয়ার কামনা।আল্লাহ তাকে সঠিক এবং সুস্থ ভাবে তার মায়ের কোলে ফিরিয়ে দিন।।
সত্যি খুব কষ্ট হচ্ছে আশরাফের জন্য।
২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৯
তপোবণ বলেছেন: কি বলব, ভাষাহীন হয়ে গেলাম।
৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫২
রওশন_মনি বলেছেন: দোয়া রইল তার জন্য।
৪| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৩
ছণ্ণ্ ছাড়া বলেছেন: ব্রাহ্মণবাড়িয়ার কোথায় বাড়ি। ঘটনাটি কোথায় কবে ঘটেছে
৫| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৯
পথিক৬৫ বলেছেন: কাউতলির কুরুলিয়া ব্রিজ থেকে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর রসুল পুর থেকে আমার বড় ভাই Ashraf Siddique এর মরদেহ পাওয়া গেছে। সবাই তার জন্য দুয়া করেন যেন আমার ভাই জান্নাত বাসি হয়।
আমিন
৬| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৫
অর্ক বলেছেন: খুব ব্যথিত হলাম। আমি তার পারলৌকিক শান্তি কামনা করি।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৯
ওমেরা বলেছেন: আল্লাহ তাকে সঠিক এবং সুস্থ ভাবে তার মায়ের কোলে ফিরিয়ে দিন।আমীন