![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
তুরস্কের আদনান ওকতারের কথা মনে আছে?
(আদনান তার দরবারে)
যে কিনা পাশে অর্ধ-নগ্ন নারীদের মেলা বসিয়ে ধর্ম বুঝাতেন। সেই প্রোগ্রাম আবার নিজের টিভিতে প্রচার করতেন। পাশের যুবতীরা আবার তার ওয়াজ শুনে "এভেত হোজাম" "এভেত হোজাম" মানে "জি হুজুর" "জি হুজুর" করত... কয়েক বছর আগে তুরস্ক পুলিশ তাকে অনেক প্রচেষ্টার পর গ্রেপ্তার করে। অনেকে তাকে হারুন ইয়াহিয়া নামে চিনেন।
তার কর্মের কিছু নমুনা- ১৮+
আর সেই মামলায় রায় দিয়েছে। যৌন নিপীড়ন, শিশুদের যৌন নির্যাতন, ব্যক্তিগত তথ্য রেকর্ডিং, সহিংসতা করে নারীদের স্বাধীনতা বঞ্চিত করা, রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তি করার চেষ্টা, জালিয়াতি এবং চোরাচালানীর অপরাধে তাকে মাত্র ১ হাজার ৭৫ বছর ৩ মাস জেল দিয়েছে ইস্তানবুলের একটি আদালত।
গ্রেপ্তারের সময়।
২| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত ইসলামের আধ্যাত্মিক নেতা।
৩| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: হাশরের ময়দানেও তার কঠিন বিচার হবে।
৪| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবার মজা বুঝ বাছা ধন।
৫| ১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪
এমেরিকা বলেছেন: এইটা আবার কোন চীজ?
৬| ১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬
মেহেদি_হাসান. বলেছেন: এবার জেলে বসে ললনাদের নৃত্য দেখুক!
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৪
আমি সাজিদ বলেছেন: লুল। ওর রেফারেন্স দিয়ে যারা গবেষণা করতো তাদের এখন কি হবে।