নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুবোধ বালক

সুবোধ বালক › বিস্তারিত পোস্টঃ

আব্দুল গাফফার চৌধুরীর আত্মতৃপ্তি।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৪

গত কয়েকদিন যাবৎ আব্দুল গাফফার চৌধুরীর বক্তব্য নিয়ে বিভিন্ন পত্রিকায় সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় বা লীড নিউজ ফলাও করে প্রচার করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন চ্যানেলে টকসো এর অভাব নাই। এরা প্রত্যেকে পরোক্ষভাবে বানিজ্যিকি করণের প্রায়শে লিপ্ত।

তাছাড়া আব্দুল গাফফার চৌধুরির নিজের নামটির অর্থ দাঁড়ায় গফুর নামক একটি দেবতার দাস। তিনি হয়তো খেয়াল করেন নি যে, তার নিজের বক্তব্য বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। বিষয়টি কৌতুকপ্রদ নিঃসন্দেহে।

ইতোমধ্যেই তার বক্তব্য নিয়ে কিছু ইসলামি দলগুলো মিছিল মিটিং করে প্রতিবাদ করার চেষ্টা করছে। কিন্তু আদতে কি হচ্ছে? কিছুই না।

মুসলমানের বিপরীতে সব সময়ই ফেরাউন, নমরুদদের প্রেতাত্মা অহেতুক গুজব, আতংক, আর বিভ্রান্তির ডাল-পালা ছড়িয়ে সাময়িক উত্তেজনা আর বাহবা পাওয়ার আত্মতৃপ্তিতে ভোগে। সৃষ্টির আদিকাল থেকেই যুগে যুগে তাই ঘটে আসছে এবং এখনো ঘটছে।

এদের কাজের পরিধি বেশ গুছানো এবং সুন্দর হয়ে থাকে, বক্তব্য এমন রসালোভাবে উপস্থাপন করে থাকে যাতে সহজেই লোকজনকে বিভ্রান্ত ও হিপনোটাইজ করতে পারে।

আমাদের মনে রাখতে হবে কুকুর ঘেউ ঘেউ করে শুধু পথচারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং এক সময় তা আপনা আপনিই থেমে যায়। শুধু ফিরে না তাকালেই হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ রাত ১১:১০

ফারগুসন বলেছেন: আমাদের মনে রাখতে হবে কুকুর ঘেউ ঘেউ করে শুধু পথচারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং এক সময় তা আপনা আপনিই থেমে যায়। শুধু ফিরে না তাকালেই হয়। -----সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.