![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে ”দিল্লিকা লাড্ডু যো খায়েগা পোস্তায়েগা... যো নেহি খায়েগা ও ভি পোস্তায়েগা”। তয় আজ আমার লাড্ডু খাওয়নের ২০ বৎসর পূর্ণ হইলো! লাড্ডু খাওয়োন মানে বিয়ের কথা কইত্যাছি। আজ আমার ২০তম বিবাহ বাষির্কী। আজ থন ২০ পৃর্বে সম্পূন অজানা, অচেনা ও অপরিচিত একটি মেয়ের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তারপর হাটি হাটি পা পা করে আজ অবধি। একজন থেকে আজ চার জন। জীবনের অনেকটা পথ অতিক্রম করে আজ অবধি দুজনে এক লগে আছি। বাকী জীবনটাও এক লগে থাকোনের আশা করছি। তয় আপনেরা কেউ লাড্ডু খাওয়নের কি মজা তা জিগ্যাইয়েন না।
২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: লাড্ডু!
আহা!
আপনে বিষ(শ)! আমি পনেরো!
লাড্ডুর স্বাদতো সেই কবেই শেষ! এখন খালি স্মৃতি চারনের পালা
যৌবনের খেলাটা দেখেন কেমন- আসার আগে আসি আসি করে ১৮ বছর!!! মাঝখানে মরিচিকা সময়!!!!!
চলে যাবার পর স্মৃতি রোমন্থনেই বাকী জীবন!!!!
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫
সুবোধ বালক বলেছেন: লাড্ডুর স্বাদতো সেই কবেই শেষ! এখন খালি স্মৃতি চারনের পালা , জোস
৩| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৩
অর্বাচীন পথিক বলেছেন: আমি তো তাহলে এখন ও নাবালক... মাত্র তিন বছর
তবে যাই হোক চলছে এখন ও ভাল
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩
সুবোধ বালক বলেছেন: ধন্যবাদ, শুভ কামানা রইলো
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪
মিজভী বাপ্পা বলেছেন: শুভকামনা রইল
যাক মজা না জিগাইলাম খাইয়া আপনের অনুভূতিডাই কন হুনি 