![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম তার জ্যাকসি বয়স দুই মাস। গত মাস দুই আগে বিডি ক্যাট কলোনি সোস্যাল মিডিয়া থেকে তাকে কিনেছি। এখন তার বয়স চার হলো। গায়ের রং এস ও সাদা বর্ণের। স্বভাবতই পারশিয়ান জাতের বিড়ালগুলো ক্যাট ফুডই বেশী খায়। কিন্তু দেশী বিড়াল এর মত ও প্রায় সকল খাবারই খেতে অভ্যস্ত। এটা অবশ্য আমাদের জন্য প্লাস পয়েন্ট। অফিস থেকে যখন বাড়ী ফিরি তখন সারা দিনের যত গল্পো জমা থাকে তা জ্যাকসি'র সাথে শেয়ার করি ও বুঝে গেছে তার মালিক তার সংগে গল্পো করতে ভালোবাসে। তার গল্পো শুনার অনুভুতিও অন্য রকম প্রতিটি লাইন যখন শেষ হবে তখন সে চোখ মিটিমিটি করে। বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। আসলেই কি জীব জন্তু মানুষের কথা বুঝে? গত ক'দিন আগে ওর লুজ মোশন হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার সাহেব বসেন খিলগাঁও ভুতের আড্ডা হোটেলের পাশ্বে। ইতোপূর্বে আমার পশু ডাক্তারে কাছে যাওয়ার অভিজ্ঞতা ছিল না এই প্রথম। ডাক্তার বললেন নাম কি? আমি বললাম আমার না বিড়ালের বললো আপনার, নাম বললাম। সমস্যা লুজ মোশন। পশু ডাক্তাদের এই এক সমস্যা প্রেসক্রিপশনে নাম লিখে পশুর মালিকের আর সমস্যা লিখে পশুর। বিষয়টি কেমন হাস্যকর ও জটিল মনে হয়। যদি তাহেরী হুজুরের পোষা বিড়ালের অসুখ হত তখন কি হতো? নাম কি? মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী। সমস্যা লেজে ঘা!
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
সুবোধ বালক বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: অবশ্যই পশু পাখি মানূষের ভাষা বুঝে।
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
সুবোধ বালক বলেছেন: অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: এটা ভালো।কারন পশুর মালিক আপনি।