নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড্ ফাদার....

D Day that i expect is surely coming...

মুফতি খার উদ্দিন

I do love to do research...

মুফতি খার উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ঢাকা-মিরপুরের সকল খাওয়ার (ব্র্যান্ড ও ননব্র্যান্ড) রেস্টুরেন্ট সমুহ । পর্বঃ- ১

২০ শে মে, ২০১২ বিকাল ৫:২৭

১. আমেরিকান বার্গারঃ

মিরপুর অরিজিনাল-১০ এ অবস্থিত । খাবারের মান একেবারে যাচ্ছেতাই । হালার-পুতেরা ব্র্যান্ড-নেইম বিক্রি করছে আর কি !







রাস্তায়ও যেসব ফাস্ট ফুডের দোকান থাকে, এগুলোর বার্গারের ব্রেডের একরকম মান থাকে । কিন্তু আপনাকে যদি শ্রেফ রাস্তার চায়ের দোকানের রুটি দিয়ে বার্গার বানিয়ে দেয় তা কিন্তু এক কামরেই বোঝা যায় । অর্থাৎ চায়ের দোকানের ৫ টাকার বার্গার আপনি খাচ্ছেন ৩০০-৫০০ টাকায় । :D







২. AFC (আমেরিকান ফ্রাইড চিকেন)ঃ

মিরপুর সারে-১১ এর দিকে । পূরবী সিনেমা হল পার হয়ে যাওয়ার পথে হাতের ডান পার্শে পরবে । এখানকার ফালুদা টা মুটামুটি চরমই বলা যায় ।

















৩. বনলতা রেস্টুরেন্টঃ

মিরপুরে বনলতা রেস্টুরেন্ট ২ টা । একটা সারে-১১ তে আর একটা ১১ নম্বর বাস স্ট্যান্ড এ অবস্থিত । ১১ নাম্বারের টা আয়তনে ভালই বড় আর মোটামুটি সুন্দর । তবে প্রথম টার খাবারের মান এখন আর আগের মতো নেই । আর দ্বিতীয়টি আসার পর থেকে মিরপুরের KFC'র কাস্টমার কমে গিয়েছে । :P



















৪. বনলতা চাইনিজঃ

বনলতা চাইনিজ রেস্টুরেন্টও খাবারের মান ও দামের দিক থেকে কমপারেটিভলি কম ।













৫. চন্দ্রবিন্দু রেস্টুরেন্টঃ

এটি সদ্য হওয়া মিরপুর ১০ এ অবস্থিত আর একটি রেস্টুরেন্ট । ভিতরে ডেকরেশন মোটামুটি বাট খাবারের মানের তুলনায় দামটা একটু বেশি ।

KFC'র দামের সাথে তুলনা করলে ৩০-৪০ টাকা কম । (তাইলে বাল ফালাইতে এইখানে না খায়া KFC' তেই খামু) :P:D:D

















৬. ডিলিশাস রেস্টুরেন্টঃ

একসময় জোড়া কৈতরদের আড্ডাসস্থান এই রেস্টুরেন্ট এখন আরও জমজমাট । তবে এদের গলাকাটা দামের মুখে ঝাটা মেরে এখন অনেকেই আশে পাশের রেস্টুরেন্ট গুলাতে ভিড় করছে ।













৭. ক্যাফে হচপচঃ

মিরপুর-১০ এস আলম কুরিয়ার সার্ভিসের লাইনে এই রেস্টুরেন্টটি আমার কাছে গ্রিল এর জন্য বিখ্যাত । পরিবেশের সাথে সাথে দামের ও স্বাদেরও ব্যাপক সামঞ্জস্যপুর্ন্তা ....













৮. KFC :

KFC'র ব্যাপারে আমার বলার তেমন কিছুই নাই । এটা ১১ নং বাস স্ট্যান্ড এ ব্রাক ব্যাংকের পাশে অবস্থিত ।











আমার প্রিয় চকোলাস । একটায় মুন বরে না ।:P:D:D:D







৯. নান্না মিয়ার শাহী মোরগ পোলাওঃ

পুরাতন ঢাকার নান্না মিয়ার কারবার এখন মিরপুরেও শুরু হয়ে গেছে । মিরপুর ১০ এ ১-নং বেনারশি পল্লীর রোডে এটা অবস্থিত । তবে মিরপুর-১১ তে আরো একটি শাখা লক্ষ করা যাচ্ছে যা এই শাখায় মূল শাখার পক্ষ থেকে বড় করে লিখে দেয়া হয়েছে যে ওই টা ভূয়া ।













১০. PHD (Pizza Hut Delivery) :

পিৎজা হাটের ব্যাপারেও বলার তেমন কিছু নেই। তবে পিৎজা হাটের একমাত্র ডেলিভারি শাখা মিরপুরেই অবস্থিত । এটা মিরপুর সারে ১১ তে ।

















১১. প্রিন্স চাইনিস রেস্টুরেন্টঃ

খুব সুন্দর করে, সুস্বাদু করে বাশি পঁচা খাবার পরিবেশন করে আপনার পকেট থেকে গলাকাটা রেটে টাকা হাতিয়ে নেয়ার এটি একটি অন্যতম প্রতিষ্টান । তাই, সাবধান !!!













১২. সী-প্যালেস রেস্টুরেন্টঃ

একেবারে নতুন এই রেস্টুরেন্ট টি মিরপুর অরিজিনাল-১০ এ অবস্থিত । খাবারের মান ও দাম হাতের নাগালেই । আমার ভালো লেগেছে ।













১৩. তামান্না রেস্টুরেন্টঃ

বেরিবাধের তামান্না ফিউচার পার্ক-এর তামান্না রেস্টুরেন্ট এর খিচুরির স্বাদ আমার কাছে অনেকটা অসাম লাগে । দামটাও কম । আর নিরিবিলি পরিবেশে খেতেও বেশ লাগে ।











এখানে একটি চাইনিজ রেস্টুরেন্টও আছে । আপনি চাইলে রেস্টুরেন্টের ভিতরে বা বাইরে (বাইরে মনোরম পরিবেশে) খেতে পারবেন ।







১৪. ওয়েস্টার্ন গ্রিলঃ

মিরপুর ২ এ অবস্থিত এই রেস্টুরেন্ট টির দাম টা একটু বেশি হলেও খাবারের টেস্ট অনেক ভাল । এর চিকেন ললি-পপ টা অসাম ....













১৫. ইয়ানথাই চাইনিজ রেস্টুরেন্টঃ

মিরপুর ১১ ও ১০ এ অবস্থিত । এর খাবারের মান ও দাম ভালোই তবে এর স্পেশাল আইটেম গুলা থেকে ১০০ হাত দূরে থাকবেন ।





[img|http://media.somewhereinblog.net/images/thumbs/Muftikhar_1337512470_36-yan.JPG







...................................................................................

পর্বঃ-২

ঢাকা-মিরপুরের সকল খাওয়ার রেস্টুরেন্ট সমুহ । পর্বঃ- ২



শেষ পর্বঃ

View this link

মন্তব্য ১১৪ টি রেটিং +৩৯/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১২ বিকাল ৫:৩৯

বনসাই বলেছেন: বেশ কাজের পোস্ট। প্রিয়তে নিলাম।

মিরপুরে এতো স্বাদের ব্যবস্থা আছে!
বিহারী খাবার দোকান নিয়ে পোস্ট চাই।

২০ শে মে, ২০১২ বিকাল ৫:৪৫

মুফতি খার উদ্দিন বলেছেন:
১০০ তে ১০০ পারসেন্ট দিবো । বিহারী খাবারের পোষ্ট না দিলে তো মিরপুররের খাবারের মূল্যই থাকে না ।

ইনশাআল্লাহ নেক্সট পর্বেই দিবো ।

২| ২০ শে মে, ২০১২ বিকাল ৫:৫২

হেডস্যার বলেছেন:
গুড জব।
একখান কামের পোষ্ট দিছেন।
+ লন।

২০ শে মে, ২০১২ বিকাল ৫:৫৫

মুফতি খার উদ্দিন বলেছেন:
দোয়া দেন, যেনো বাকি সব গুলাকেই লিস্টেড করতে পারি ।

কাজটা যেহেতু ধরেছিই, সো শেষ করবো । ইনশাআল্লাহ ।

৩| ২০ শে মে, ২০১২ বিকাল ৫:৫২

বেওয়াকুফ বলেছেন: প্রিয়তে :) খাবারের যেকোন পোস্ট ই আমি বেশ রসিয়ে রসিয়ে পড়ে অদূর ভবিষ্যতে সেখানে যাওয়ার প্ল্যান করতে থাকি :D


আমেরিকান বার্গারের ডাবল বিফ চিজ বার্গার টা কিন্তু বেশ ভাল।মিরপুরে ওরা এত ফাতরামি শুরু করলো কেন আবার :| AFC (আমেরিকান ফ্রাইড চিকেন ) এদের চরম আইটেম ফালুদা;শালাদের তো গণ আত্মহত্যা করা উচিত :D

২০ শে মে, ২০১২ বিকাল ৫:৫৭

মুফতি খার উদ্দিন বলেছেন:
বেওয়াকুফ বলেছেন: (আমেরিকান ফ্রাইড চিকেন ) এদের চরম আইটেম ফালুদা;শালাদের তো গণ আত্মহত্যা করা উচিত ।

হা হা হা, বহুত মজা ফাইলাম ।

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০০

মুফতি খার উদ্দিন বলেছেন: ফ্রাইড চিকেন বিক্রি হয় না দেখে, মনে হয় বাংলা খাবার শুরু কইচ্চে । :P =p~ =p~

৪| ২০ শে মে, ২০১২ বিকাল ৫:৫৭

তৌহিদুল ইসলাম তুহিন বলেছেন: ভাই শওকতের কাবাব ঘরটা রাইখেন পরের বার।

২০ শে মে, ২০১২ বিকাল ৫:৫৭

মুফতি খার উদ্দিন বলেছেন:
উখে উখে । রাখমু ।

৫| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৬

আহলান বলেছেন: আপনে প্রিন্স এর তুলনায় ইয়ানতাইকে ভালো বল্লেন। আমার অভিজ্ঞতা কিন্তু তা বলে না। একেক জনের কাছে একেক রকম লাগতে পারে। পোষ্ট ভালো হৈছে ...

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৪

মুফতি খার উদ্দিন বলেছেন:
প্রিন্সকে খারাপ বলবো কেনো ?
খাওয়ার পরে পেটের অবস্থা একটু এদিক সেদিক হয় আর কি ? আই মিন, ওর স্যালাইনেও কাজ হয় না !!!

৬| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৬

মাথা ঠান্ডা বলেছেন: আপনি মিরপুরের টা দেন আমি মান্ডা মুগদার টা পরে দিমুনে :) :) :)

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩০

মুফতি খার উদ্দিন বলেছেন: উখে :)

৭| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২৮

ফারজুল আরেফিন বলেছেন: ভাল পোস্ট +++++

দশ এর আশে পাশেই আছি :)

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩০

মুফতি খার উদ্দিন বলেছেন: ধইন্যা ।

৮| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪১

যে পাথর পাথর নয় সেও তো পাথর বলেছেন: ওয়েস্টার্ণ গ্রীলের চিকেন ললিপপ, ১০০% অসামসালা...

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

মুফতি খার উদ্দিন বলেছেন: আইজকাই আবার খামু । ;) :) :)

৯| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

হাদী নয়ন বলেছেন: ওয়েস্টার্ন গ্রিল,. তামান্না রেস্টুরেন্ট,প্রিন্স চাইনিস রেস্টুরেন্ট,নান্না মিয়ার শাহী মোরগ পোলাও,KFC , ডিলিশাস রেস্টুরেন্ট,বনলতা রেস্টুরেন্,এগুলোতে খাইছি। আমার কাছে নান্নার মিয়ার খাশির বিরানিটা খুব ভালো লেগেছে এবারি দেশে যেয়ে প্রথম খেলাম।
তবে আমার ছেলের কাছে ১০ নম্বরের কুইক বাইট নাকি সেরা,এবার বনলতা ১১টা নাকি তার ভালো লেগেছে। পোস্টে আরো কিছু নাম আসবে,আশা করি পরের পোস্টে পাবো।
পোস্ট প্রিয়তে নিলাম যেহেতু মিরপুরে থাকি কাজে দিবে।

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

মুফতি খার উদ্দিন বলেছেন: অবশ্যই ভাইয়া কুইক বাইট সহ অন্যান্ন গুলোর নাম আসবে, ইনশাল্লাহ ।

পড়ার জন্য ধন্যবাদ ।

১০| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: লও সালাম কাক্কা লও সালাম........

খাদক সিন্ডিকেটের লও সালাম........

অট: হেডফোনটা গলায় কি পার্মানেন্ট নাকি গুরু??????? সেই নীলগিরী থেইকা দেখতাছি।

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫০

মুফতি খার উদ্দিন বলেছেন:
হেডফুনটা তহন থেইক্কা পার্মানেন্ট । ;) :)


"খাদক সিন্ডিকেটের লও সালাম........" :D =p~ =p~

১১| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

আরমিন বলেছেন: ওয়েস্টার্ন গ্রীলের চিকেন ললি-পপ টাই শুধু কমন পড়লো, তবে ধানমন্ডি ৪ এরটাতে! :)

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫১

মুফতি খার উদ্দিন বলেছেন: হুমমমম.....

১২| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫১

সুস্ময় পাল বলেছেন: বাইরে খাওয়া-দাওয়ার জন্য আপনি মাসে কত বাজেট রাখেন? :| :| :| :|

সর্বশেষ চাইনিজ রেষ্টুরেন্টের স্পেশাল আইটেম থেকে দূরে থাকতে হবে কেন? ঘটনা কী? B:-) B:-) B:-) :|| :|| :||

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

মুফতি খার উদ্দিন বলেছেন: আমি স্টুডেন্ট লাইফ থেকেই জব করতাম (এখন বিজনেস করি) ।
তখন একটা কাস্টমার কেয়ারে ছিলাম । আর জানেনই তো এজ এ স্টুডেন্ট তাদের মান্থলি স্যালারি অনেক হ্যান্ডসাম ।

আর সুখ ও দুঃখের কতা অইলো "প্রায় পুরা টাকাই আমি খায়া উরায়া দিতাম :-P "


আর স্পেশাল আইটেম গুলার অবস্থা বেশির ভাগ চাইনিজ রেস্টুরেন্টে দেখেছি অখাদ্য টাইপ ।
যেমন, ইয়ান্থাই তে একবার "টম ইয়াম গাই গ্যাং" সুপের অর্ডার করলাম । যা আসলো তা বাসায় রান্না করা টাকি/মাগুর মাছের তরকারি ছাড়া আর কিছু না । শ্রেফ মনে হলো তরকারি থেকে মাগুর মাছ গুলা উঠিয়ে ঝোল গুলা এনে আমাদের পরিবেশন করেছে । (যেখানে বাসায় মায়ের হাতের মাছ রান্নাই খাই না, সেখানে এতোগুলা টাকা দিয়ে আমি ঐ অখাদ্য খেলাম, :(( :(( )

১৩| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:০৭

মিজভী বাপ্পা বলেছেন: ভালা লাগল।শেয়ার করার জন্য ধন্যবাদ।মিরপুর গেলে যেগুলান ভাল খাবার দেয় ঐ গুলাতে যামু।

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪০

মুফতি খার উদ্দিন বলেছেন: ওয়েলকাম হিয়ার ব্রো ।

তবে এখনই আইসেন না খাওয়ার জন্য । কারন, ২ পর্ব টা দিয়া লই ।

১৪| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

ইন্জিনিয়ার রুমান বলেছেন: মিরপুর ১ নাম্বারের প্রিন্স চাইনিজের চেয়ে প্রিন্স কফিহাউজের খাবার তুলনামুলক সাশ্রয়ী এবং সুস্বাদু।

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪১

মুফতি খার উদ্দিন বলেছেন: হুমমমম ।

১৫| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৭

দেখি শুনি বলি বলেছেন: মিরপুর ১১ এর বৈকালী খারাপ না। আর ১২ এর রাস্তার পাশের চাপ আর কাবাব এত সস্তা আর কোথাও পাওয়া যাবে না।

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪১

মুফতি খার উদ্দিন বলেছেন: বৈকালী নেক্সট টাইম ।

১৬| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

দা লর্ড বলেছেন: দরকারি পোস্ট। কাজে লাগবে। আপ্নে +++ লন।

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪২

মুফতি খার উদ্দিন বলেছেন: থেংক ইউ মাই লর্ড ।

১৭| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

আলোর যাত্রী বলেছেন: ভাই আপনি তো খাদক সম্প্রদায়ের লোক :-B :-B চামে নিজের ফটোসেশনও সাইরা ফালাইছেন। তয়, পোষ্টটা ভালা হয়েছে।

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

মুফতি খার উদ্দিন বলেছেন: যে কমেন্ট টা শুরু থেকেই আশা করছিলাম । ;)

আমি খাদক ভায়া B-)) B-))

১৮| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

ফেলুদার চারমিনার বলেছেন: +++++++++++

২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

মুফতি খার উদ্দিন বলেছেন: :) :) :)

১৯| ২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: ভাল পোস্ট :) আপনার এত খাবার টেষ্ট করার উদ্যোগ ভাল লেগেছে । মিরপুরেই থাকি কাজে লাগবে :)

২১ শে মে, ২০১২ রাত ১২:২৫

মুফতি খার উদ্দিন বলেছেন: আসেন, একখান খাদক সংঘ বানাই । আপনারা আমারে দাওয়াত দিবেন আর আমি খামু ;) :-P :-P

২০| ২০ শে মে, ২০১২ রাত ৮:০১

আকাশ_পাগলা বলেছেন: আমি ত মিরপুর ২ আর ১০ এর মাঝামাঝি থাকি।
২ আর ১০ এর অনেকগুলাই আগে চোখে পড়েনি।
ওয়েস্টার্ন গ্রিল ২ এর কোথায়?

ঐ ভাই, ইয়াম্মি ইয়াম্মি কী পাপ করল? হেদের নাম নিলেন না কেন? এত টাইপের বিস্কুট, কেক, আইসক্রিম কই পাবেন? খাবারও মোটামুটি।

২১ শে মে, ২০১২ রাত ১২:৩১

মুফতি খার উদ্দিন বলেছেন: ওয়েষ্টার্ন গ্রিল ২ আর ১ এর মাঝামাঝি পরছে । একদম এক্স্যাট ঠিকানা টা বলতে পারতেসি না, তবে ১০ থেকে ১ এর দিতে যেতে থাকলে হাতের বাম সাইডে পরে ।

আরে ভাই, এটাতো ১ম পর্ব । পরের পর্বে ইয়াম্মি ইয়াম্মি সহ আরও অন্যান্ন অনেক খাবারের রেস্টুরেন্টের নাম দিবো, ইনশাল্লাহ।

২১| ২০ শে মে, ২০১২ রাত ৮:১০

হাসান মাহবুব বলেছেন: দুই নম্বর সনি হলের কাছে শর্মা হাউজের নাম থাকা উচিত ছিলো।

২১ শে মে, ২০১২ রাত ১২:৩৬

মুফতি খার উদ্দিন বলেছেন: দিবো রে ভাই, দিবো । পরবর্তি পর্বেই দিবো ।

২২| ২০ শে মে, ২০১২ রাত ৯:০৫

আর.হক বলেছেন: পেটে টান লাগে

২১ শে মে, ২০১২ রাত ১২:৩৮

মুফতি খার উদ্দিন বলেছেন: আমারও, :D :P

আজকে এই পোষ্ট দিয়ে, এলাকায় নতুন হওয়া FFC তে ডিনার টা সাবার করে আসলাম । B-))

২৩| ২০ শে মে, ২০১২ রাত ৯:১০

রবিনহুড বলেছেন: মিরপুরের এ্যামেরিকান বার্গার ফালতু নম্বর ওয়ান।
ধর খেতে চাইলে অবশ্যই যাবেন... :P

ওয়েষ্টার্ন গ্রীল এটার মানও বাজে... :(

কেএফসি খাবারের মান ঠিক রাখতে পারে না। ধানমন্ডি বা গুলশানের সাথে তুলনা করলে এদের মান অনেক নিচে। ফ্রাইড গুলো বেশী ভাজা পোড়া হয়ে যায়.... :(

আমার মনে হয় মিরপুরের সগুলোর খাবরের মানই তাদের ধানমন্ডি বা গুলশানের মানের তুলনায় অত্যন্ত বাজে।

সম্ভবত তাদের ফেলে দেওয়া পুরাতন মেশিন আর নতুন কর্মচারী দিয়ে মিরপুরের শাখা গুলো চানালো হয়।

তবে অবাক করার বিষয় এই যে, মিরপুরবাসীরা এটা নিয়ে কেন প্রতিবাদ করে না...

গত শুক্রবার কেএফসিতে খাবার পর আমি মৌখিক ভাবে অভিযোগ করছিলাম... তখন আমার আশেপাশে দাড়ানো কেউ আমাকে সাপোর্ট করছিলন... ২/১ জন এমন ভাবে তাকাচ্ছিল যে, আমি মনে হয় না বুঝেই কথা বলছি... কেউ কেই বিরক্তি নিয়ে আমার দিকে তাকাচ্ছিল .. তাদের ভাবটা এমন যে, কি না বুঝেই আমি আবল তাবল বলে যাচ্ছি... :(
এই অবস্থা দেখে কর্মচারী আমকে বলল.. "স্যার অন্যকেউ তো বলছে না?"
তখন আমি অনেকটা "প্রমানিত না হবার মত" অবস্থাতে পড়েছিলম....উপায় না দেখে আমি শেষ পর্যন্ত তাদের এটাই বললাম যে, আপনি আমার সাথে চলুন ধানমন্ডি বা গুলশানে সেখানের আপনাদের শাখা থেকে আমি নিজ পয়সায় কিনে খাওয়াব.. খেয়ে যদি পার্থক্য না পান আমি সব বিল দিয়ে দিব...
এর বেশী তাদের বলার মত তখন আমার কিছুই ছিল না...

মিরপুরবাসীদের আমি অনুরোধ করন আপনারা আরো সচেতন হন... টাকা দিচ্ছেন গুলশান ধানমন্ডির সমপরিমান... অথচ খাচ্ছেন পোড়া আর নিন্মমানের....


-------------------------------------------------------
(আমার সাথে যেছিলেন সে সিড়ি দিয়ে নামার সময় বলল... "এরা প্রতিবাদ করবে কি? যে রকম কাষ্টমার আসে তারা ভাল মন্দের পার্থক্য বুঝবে টা কি?) @ মন্তব্যটা অনেক কে আহত করতে পারে... এই মন্তব্যের জন্য আমি দায়ী নই.... মন্তব্যটা এই কারনে দিলাম যে বিষয়টা অনেকটাই বাস্তব সম্মত...
ক্লাস পিপল বলে একটা কথা আছে... সেটা সব ক্ষত্রেই সত্যি...

এই পোষ্টের লেখকও কিন্তু সেটাই বলেছেন যাতে দেখা যায় যে, বেশীর ভাগ দোকানের খাবার অত্যন্ত নিন্মমানের... অথচ টাকাটা কিন্তু ভাল মানের সমান মূল্য নিচ্ছে।

২১ শে মে, ২০১২ রাত ১২:৫৫

মুফতি খার উদ্দিন বলেছেন: প্রথমেই বলে নেই যে, আমি আপনার কথায় বিন্দু মাত্র আহত হই নি, বরং এক বাক্যে একমত পোষন করছি ।

মিরপুরের হাতে গোনা (আমাদের মতো) কয়েকজন স্থানীয় বাদে বাকী প্রায় সবাই গার্মেন্টস শ্রমিক অথবা ভাড়া গুলশান, বনানী থেকে কম থাকায় দেশ-গ্রাম থেকে উঠে এসে এখানে বাসা/ফ্ল্যাট কিনছে বা ভাড়া নিচ্ছে । এদের রুচি অনুযায়িই এই সব রেস্টুরেন্টের খাবারের মানের এ অবস্থা ।

তবে, ব্লগ থেকে আমার ছবি টা কপি করে আপনি কেএফসি তে এখানকার পুরাতন কাউকে দেখালেই চিনবে । কারন, তর্ক করার কারনে এক সিনিয়র কর্মচারীকে আমি চড় মেরেছিলাম আর সবচেয়ে হেড ম্যানেজারকে একদিন হাতে নাতে আমাকে দেয়া ক্রাসার্সের মধ্যে পুদিনা পাতায় থাকা পোকা দেখিয়ে ইচ্ছা মতো ঝেরেছিলাম আর এর বিনিময়ে এলাকার বন্ধুদের ডেকে ঐ বেলার খাবার টা ফ্রি খেয়েছিলাম । B-) B-)

যারা পুরাতন আছে এদের কাছে "পিংকু ভাই" (আমার ডাক নাম) নামটা অনেকটা আতংকের মতোই ।

তবে পরিশেষে আপনাকে একটা সত্য কথা বলতে চাইঃ মিরপুরে এসে আপনি দুচোখে যাদের প্রত্যক্ষ করেন, এদের ৯৫% ই মিরপুরের একেবারে স্থানীয় না(যুদ্ধের পর পর থেকেই না) । এরা নতুন, আর এরা মিরপুরের চাদাবাজ আর মাস্তান আতংকেই সারাক্ষন থাকে, তাই মুরগীর কইলজাইয় আরেকজনকে রাইট কিছু বলারও সাহস থাকে না ।
আমরা কিছু অভাগা এখানে আছি, আর বেশির ভাগেই এখন হয় বিদেশ আর না হয় এখানকার বাড়ি বিক্রি বা ভাড়া দিয়ে ধানমন্ডি-বনানী'র মতো জায়গায় পারি জমিয়েছে ।

সো, আপনার দৃষ্টিভঙ্গির এই দিকটায় একটু ভুল আছে ।

২৪| ২০ শে মে, ২০১২ রাত ৯:২৪

সায়েম মুন বলেছেন: সারে এগারোর বনলতায় চিকেন বিরিয়ানি/কাচ্ছি মোটামুটি ভাল মানের।

এএফসি'র ফালুদা খাইতে মঞ্চাইতেছে। সময় কৈরা একদিন টেষ্ট করুমনে।

২১ শে মে, ২০১২ রাত ১২:৫৯

মুফতি খার উদ্দিন বলেছেন: যায়েন, যায়েন ।

আর লগে কইরা আমার এক খান ছবি নিয়া যায়েন, যে আমার থেকে লিঙ্ক টা পাইছেন ।
(তাইলে আমি একটূ কমিশনের ধান্দা করতাম আর কি) :P :-P =p~

২৫| ২০ শে মে, ২০১২ রাত ৯:২৮

বাতিল প্রতিভা বলেছেন: ক্ষুধা লাগছে .।.।.।.।।।

২১ শে মে, ২০১২ রাত ১২:৫৯

মুফতি খার উদ্দিন বলেছেন: আমারও লাগচে

২৬| ২০ শে মে, ২০১২ রাত ৯:৩০

শশী । বলেছেন: ৭ ও ১২ নং এ যাওয়া হয়নি। কিন্তু অনেক গুলা বাদ পরে গেসে। শওকত কাবাব, উপভোগ কাবাব, ইয়াম্মি ইয়াম্মি, জিনজিয়ান, শর্মা হাউজ, মুসলিম বিরিয়ানি আরো অনেক আসে যেগুলার খাবার ভালো

২১ শে মে, ২০১২ রাত ১:০৩

মুফতি খার উদ্দিন বলেছেন: মিঃ শশী, আপনার প্রোফাইল পিক টা কে তুলেছে । ঠিক এই রকম একটা পিক আমার এলাকার এক জুনিয়র আমার ক্যামেরা দিয়ে তুলেছিলো ।


যাই হোক, বাকী গুলার নামসহ আরও অনেক গুলাই নেক্সট পর্বের জন্য অপেক্ষা করছে ।

ধন্যবাদ ভাই । (তবে আপনি আমার ওই জুনিয়র হইলে কইলাম এক্ষনি ডলা দিয়াম, :P কারন, সালাম না দিয়া কমেন্ট করার জন্য B-)) B-)) )

২৭| ২০ শে মে, ২০১২ রাত ১০:৫২

রিফাত হোসেন বলেছেন: হুম .......... :) এক সময় কঠিন এট্রাকটিভ ছিলাম খাওয়া দাওয়ার ব্যাপারে । এখন আর নাই । :(

অল্প খেলেই শরীর ফিট !

আগে খাওয়ার জন্য বাচঁতাম আর এখন বাচাঁর জন্য খাই ।

তেলে ভাজা খাবার কতটুকু যে ক্ষতিকরে করে :( সেটার মাশুল দিচ্ছি । :)

২১ শে মে, ২০১২ রাত ১:০৪

মুফতি খার উদ্দিন বলেছেন: ভাই আপনার এ অতি মূইল্যবান কতা গুলান আমি আমার ফুলারে কয়া যামু :-P :D :D

২৮| ২১ শে মে, ২০১২ রাত ১:০৪

ফয়সাল তূর্য বলেছেন: মিরপুর-১ এর শর্মা হাউজ, সুপ্রিম ডাইনার্স আর ভিআইপি চাইনিজ বাস গেছে। শওকতও আছে।

ক্যাফে হটপটে আমরা বন্ধুরা প্রতি ২-৩দিন পরপর গ্রিল খাই। ওখানে গিয়ে ওয়েটারকে বইলেন সানি-তূর্য-লিপু'র কথা। স্পেশাল খাতির নিবে। :D :D :D

২১ শে মে, ২০১২ রাত ১:০৭

মুফতি খার উদ্দিন বলেছেন: তাইলে নেক্সট টাইম ওইখানে গেলে এই সুযোগ নেয়া যাবে ।

ধইন্যা রইলো ।

২৯| ২১ শে মে, ২০১২ রাত ১:১৪

মাহবু১৫৪ বলেছেন: খুব কাজের পোস্ট

২৩ তম ভাল লাগা


পোস্ট প্রিয়তে নিলাম।


+++++

২১ শে মে, ২০১২ রাত ১:৫৪

মুফতি খার উদ্দিন বলেছেন: ভাল লাগা হোক আর খারাপ লাগা হোক, ফুষ্ট ফরার জন্য ধইন্যা ।

৩০| ২১ শে মে, ২০১২ রাত ১:৩৬

তাসনুভা বিপা বলেছেন: প্রিয়তে নিলাম। আর পর্ব ২ এর অপেক্ষায় থাকলাম। ভালো লিখসেন।

প্রিন্সের খাবার আগে ভালো ছিলো কিন্তু এখন খারাপ হয়ে গেসে।

১নং এর ক্যাফে ধানসিড়ির গ্রিলটাও ভালো। আজকেই আবার খেলাম :#)

২১ শে মে, ২০১২ রাত ১:৫৩

মুফতি খার উদ্দিন বলেছেন: ঐটায় আমিও খাই, ছবিও আছে বাট, এইবার দেই নাই নেক্সট পর্বে দিবো বলে ।

ধন্যবাদ ।

৩১| ২১ শে মে, ২০১২ রাত ২:০৩

হিবিজিবি বলেছেন: প্রিন্স আর ইয়ানথাই-এ অভিজ্ঞতা আছে! প্রিন্সে খেয়ে কোনদিন তৃপ্তি পাই নি তারপরও অনেক উপলক্ষ্যে বা চিপায় পড়ে যেতে হয়েছে বেশ কবার :(

২১ শে মে, ২০১২ রাত ২:০৭

মুফতি খার উদ্দিন বলেছেন: এরপর থেইক্কা দাওয়াত ফাইলে আমারে লইয়া যায়েন ??? :( :(( :(( :((

৩২| ২১ শে মে, ২০১২ রাত ২:০৮

তাশা বলেছেন: খাইসে আমারে............. B:-) B:-) B:-) ............ জীবনে সর্বসাকুল্যে রেস্টুরেন্টে খাইসে মাত্র ৫-৬ টায়............ আর আপনে মিরপুরেই ১০-১২ টায় খায়া ফালাইসেন.............. এহনো খাইতাসেন............??? B:-) B:-) B:-) ............ ভাই আপনে তো বিরাট 'ভোজন গুরু'.................... B:-) B:-) B:-) ......... ভুই পাইসি............... B:-/ B:-/ B:-/ .................. তয় পোস্টটা ভালা দিসেন.............. :-B :-B :-B ........... লোভ দেহানির লেইগা মাইনাচ............. X( X( X( X(( X(( X((

২১ শে মে, ২০১২ রাত ২:১৪

মুফতি খার উদ্দিন বলেছেন: ভাই তাশা, আপনে বিশ্বাস করলে আর একটু ভয় দেখাইঃ আমার ল্যাপটপে আজকে দেখলাম শুধু খাওয়া দাওয়ার ছবির সাইযই ২২ গিগা প্লাস (22.5 GB (24,212,242,432 bytes)) :-P :-P

শুধু এলাকায় না, বাইরে যেখানেই যাই ঘর থেকে হিসেব করে বের হই দুপুর বা ডিনারের সময় টা যেনো বাইরে খেতে পারি । :P :#)

এবার বলেন, ওই গুলা দিয়া একের পর এক ফুষ্ট দিমু নাকি ? B-)) B-)) B-))

২১ শে মে, ২০১২ রাত ২:১৬

মুফতি খার উদ্দিন বলেছেন: আর আপনার মাইনাচ আমার ভুক আরও ডাবল কইরা দিলো ।

খামু রে খামু ...

৩৩| ২১ শে মে, ২০১২ রাত ২:১৭

রাজসোহান বলেছেন: সবগুলাতেই খাবার অভিজ্ঞতা আছে, তবে মুসলিম বিরিয়ানির নাম রাখেন্নাই দেইখা টাস্কিত হৈলাম, ১০ নাম্বারে ঘরোয়া হোটেল, গ্রামীন রেঁস্তরাও রাখেন্নাই, আপ্নার চেয়ে আমি বেশী হোটেলে খাইসি :D

২১ শে মে, ২০১২ রাত ২:২৬

মুফতি খার উদ্দিন বলেছেন: ভাই, এইটা ১ম পর্ব, ২য় পর্বে ঐগুলান দেয়া হবে ইনশাল্লাহ ।


আর ঘরের ছোঁয়া, গ্রামীন রেস্তোরা ও মুসলিম হলো আমার হাত মুখ ধোয়ার জায়গার মতো । এগুলাতে খায়া চুনা লাগায়া দিসি ।

আপনার মতো আরেক ভোজন-পাপি পেয়ে ভালো লাগলো :P :D :D

৩৪| ২১ শে মে, ২০১২ রাত ২:১৮

রাজসোহান বলেছেন: উপভোগ কাবাব ঘরের নামও নাই, তারপর ঝুটপট্টির চাও নাই :(

২১ শে মে, ২০১২ রাত ২:৫৮

মুফতি খার উদ্দিন বলেছেন: দিমু রে ভাই দিমু । নেক্সট পর্বেই দিমু ।

৩৫| ২১ শে মে, ২০১২ রাত ২:১৯

রাজসোহান বলেছেন: শেওড়াপাড়ায় লা-বনি চাইনিজ রেস্টুরেন্টটাও ভালো :D

২১ শে মে, ২০১২ রাত ২:৫৯

মুফতি খার উদ্দিন বলেছেন: এই টায় যাই নাই । তয়, যামু আর খামু B-)) B-))

৩৬| ২১ শে মে, ২০১২ রাত ২:২১

নাফিজ মুনতাসির বলেছেন: লজ্জার একটা কথা হলো কিছু চিনিনা বিধায় মিরপুরে এই পর্যন্ত মাত্র একবার যাওয়া হইছে...............

লিস্টখানা রাখলাম..............ফাটিয়ে ফেলবো খেয়ে.........

২১ শে মে, ২০১২ রাত ৩:০০

মুফতি খার উদ্দিন বলেছেন: আবার জিগস...

৩৭| ২১ শে মে, ২০১২ রাত ২:২৩

রাজসোহান বলেছেন: ১১ নাম্বারে FFCতেও খাইসি ;)

২১ শে মে, ২০১২ রাত ৩:০০

মুফতি খার উদ্দিন বলেছেন: আমিও খাইসি B-) B-)

৩৮| ২১ শে মে, ২০১২ রাত ২:২৫

ব্লগার ইমরান বলেছেন: ঐ মিয়া সাড়ে এগারোর সিটি ক্লাবের পাশের হোটেল " খোকনের হোটেল " - এর নাম নেই ক্যানো :P :P :P ?

ভালো কথা, মামা হালিমও নাকি আসছে সাড়ে এগারোতে। পিজা হাটের পাশে।

যাক, ভাই দেখি ভালোই ভোজন রসিক। আপনার বাসা কত নাম্বারে ?

২১ শে মে, ২০১২ রাত ৩:০২

মুফতি খার উদ্দিন বলেছেন: এক ফুষ্টে এতু নাম কিম্মায় দিয়াম ?!!! :(( :((

ফরের গুলাতে দিয়াম । :)

বাসা ১১, ১৪ আর ১২ তে । আপনার ?

৩৯| ২১ শে মে, ২০১২ রাত ৩:০৯

তাশা বলেছেন: ভাই আপনে করেন কি??? আমি মিয়া ২৫০ টাকার বার্গার খাওনের পয়সা পাই না ৬ মাসে..................

২১ শে মে, ২০১২ রাত ৩:১২

মুফতি খার উদ্দিন বলেছেন: বিচনেচ করি বিচনেচ । :)

স্টুডেন্ট লাইফে একটা কাস্টমার কেয়ারে জব করতাম ।

৪০| ২১ শে মে, ২০১২ বিকাল ৪:৫১

শশী । বলেছেন: প্রথমত আমি মিঃ না মিস শশী। :||
দ্বিতীয়ত আমার সিনিয়ার হওয়ার সম্ভবনা বেশী X( ( ফটুক দেখে যা মনে হল, যদিও আপনি কোনটা জানিনা /:) । তাই এখন সালাম না দেয়ার জন্য কে ডলা খাবে :#) !??
শেষ ছবিটা আমার ভাইয়ার তোলা X( X( X(

২১ শে মে, ২০১২ বিকাল ৫:১২

মুফতি খার উদ্দিন বলেছেন: মাফ হয়ে গেছে ভাই ভুল করে দে ....!!! :-P B-)) B-))

আপনার বয়স, নাম-ঠিকানা, রোল কতো সব লেইকা একখান বায়োডাটা বানায়া পাঠান :P :#)


আমারে চিনতে ফারেন নাই ? হে হে হে, :) বাচলাম ...

২১ শে মে, ২০১২ বিকাল ৫:১৩

মুফতি খার উদ্দিন বলেছেন: আপনার ভাইয়ের নাম কি ?

২১ শে মে, ২০১২ বিকাল ৫:১৭

মুফতি খার উদ্দিন বলেছেন:
শশী । বলেছেন: "শেষ ছবিটা আমার ভাইয়ার তোলা "


ঠিক বুঝলাম না, শেষের ছবিতে যাকে দেখা যাচ্ছে ও আপনার ভাই ?
আথবা,
আপনার প্রফাইল পিক টা আপনার ভাই তুলেছে ?

৪১| ২১ শে মে, ২০১২ বিকাল ৫:২২

শশী । বলেছেন: thats mean last point- "ছবিটা আমার ভাইয়ার তোলা" got it ?
yap my profile pic

২১ শে মে, ২০১২ বিকাল ৫:২৬

মুফতি খার উদ্দিন বলেছেন: হুমমমম.... বুঝলাম ।

আচ্ছা ভাই কিছু মনে না করলে একটা কথা বলি ? আপনার এসএসসি কতো সালে ? আমার ২০০২-এ বাংলা স্কুল থেকে ।

৪২| ২১ শে মে, ২০১২ বিকাল ৫:৩৪

অর্ফিয়াস বলেছেন: ভাই সংগ্রহে রাখার মতো পোষ্ট। ধন্যবাদ। তবে এর সাথে সুপ্রিম ডাইন রেষ্টুরেন্টটির (মিরপুর ১ সনির বিপরিতে, আড়ং এর নীচে) নাম যোগ করলে পরিপূর্নতা পেতো। এখানকার দুয়েকটি খাবার দারুন (ওএমউ রাইস এবং চিকেন ফ্রাই ইউথ গার্লিক সস)

২১ শে মে, ২০১২ বিকাল ৫:৫৮

মুফতি খার উদ্দিন বলেছেন: ঐটা কি স্টাইল ওয়ার্ল্ডের পিছনে না ?

গিয়েছিলাম একবার, বাট ফটুক তুলতে পারি নাই ।

তবে নেক্সট মান্থের মধ্যে একবার যাবো ইনশাল্লাহ ।

৪৩| ২১ শে মে, ২০১২ বিকাল ৫:৪০

অর্ফিয়াস বলেছেন: মিরপুরের হাতে গোনা (আমাদের মতো) কয়েকজন স্থানীয় বাদে বাকী প্রায় সবাই গার্মেন্টস শ্রমিক অথবা ভাড়া গুলশান, বনানী থেকে কম থাকায় দেশ-গ্রাম থেকে উঠে এসে এখানে বাসা/ফ্ল্যাট কিনছে বা ভাড়া নিচ্ছে । এদের রুচি অনুযায়িই এই সব রেস্টুরেন্টের খাবারের মানের এ অবস্থা ।

- ব্যপক আহত হেলাম। মিরপুরে স্থানীয় বলতে কোন জিনিষ আছে নাকি? আর সব স্থানীয়রাই যে ভাড়াটিয়াদের তুলনায় কোটিপতি এমন ভাবার অবকাশ নাই।

২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৬

মুফতি খার উদ্দিন বলেছেন:
ভাই আমি এখানে বাড়িওয়ালা/ভাড়াটিয়া দের মিন করে কিছু বলতে চাইনি ।

স্থানিয় বলতে, যারা একেবারে গোড়া থেকে এখানে ছিলো, এর মধ্যে বাড়ি থাক বা না থাক ।


তবে স্থানীয়দের এখানে আমি প্রাধান্য দিয়েছি মনে করলে ভুল করলেন । আমরা সবাই সমান শুধু তারা বাদে যারা শ্রেনী-স্বার্থের কথা ভেবে তাদের শ্রেনী সংরক্ষনের প্রতিযোগিতায় লিপ্ত থাকে অহরহ ।


সবকিছুর পরেও আমি আপনার কাছে আন্তরিক ভাবে ক্ষমা চাইছি যে আপনি আমার কথায় কষ্ট পেয়েছেন ।

৪৪| ২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: মিয়া দিলেন তো বিপদে ফালায়া :( বিদেশে এইসব কই পাই :(

২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২১

মুফতি খার উদ্দিন বলেছেন:
নেক্সট পর্বে যেইগুলান দিমু, ওই গুলা দেইখা কি কইবেন...

:P :#) :#)

৪৫| ২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫২

বাবুই পািখ বলেছেন: শওকত কাবাব কোথায়?

২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১০

মুফতি খার উদ্দিন বলেছেন: নেক্সট টাইম আইবো নে ।

৪৬| ২১ শে মে, ২০১২ রাত ১০:৩৯

ফয়সাল তূর্য বলেছেন: মিরপুর-২ এ জনতা হাউজিং এর পাশে রসায়ন নামে একটা খাবার দোকান আছে। কম দামে বেশ ভাল খাবার পাওয়া যায়। খিচুরী আর ফ্রাইড রাইস বেশ ভাল।এখানে গিয়ে বইলেন আপনি আতিকের ফ্রেন্ড। ওয়েটাররা ঝাপায় পরবে খাতির করার জন্য! B-) B-) B-)

২২ শে মে, ২০১২ রাত ১:৫৮

মুফতি খার উদ্দিন বলেছেন: আহ, খাওয়ার নতুন রেসিপি পাওয়া গেলো ;)

৪৭| ২১ শে মে, ২০১২ রাত ১১:২৫

রাজসোহান বলেছেন: আমার বাসা ১২ নাম্বার সি ব্লকে :)

২২ শে মে, ২০১২ রাত ১:৫৮

মুফতি খার উদ্দিন বলেছেন: হুমমমমম

৪৮| ২১ শে মে, ২০১২ রাত ১১:৩৮

নোবিতা রিফু বলেছেন: পোস্টে প্লাস, প্রিয়তেও নিলাম। :-B
কিন্তু খাওয়া দাওয়ার ভিতর এতো মানুষের ছবি ক্যান ভাই? :|

২২ শে মে, ২০১২ রাত ১:৫৯

মুফতি খার উদ্দিন বলেছেন: খাওয়া দাওয়া তো মানুষেই খায় । ;)

আপনের ছবি দিয়া দিমু নেক্সট টাইম । :P B-)) B-))

৪৯| ২২ শে মে, ২০১২ রাত ১০:৪৬

আকাশ_পাগলা বলেছেন: বনানীতে থাকলে আশে পাশে ঘুরঘুর করা লাগে, রাস্তায় হাটা লাগে। কোথাও যে পোলাপান নিয়া বইসা খামু আর আড্ডা মারুম -- জায়গাই নাই। সব চাইনিজ নয়ত ফাস্টফুড (খাবার আনছে কালকে নয়ত ভোরে যা বাসী হয়া গেছে)। যেইখানে যান সেইম।


আর মিরপুরে? অফুরন্ত আড্ডা মারার হোটেল। যে কোন হোটেলে বসে মোঘলাই অর্ডার দিয়ে ঘন্টার পর ঘণ্টা গ্যাজান। মিরপুরের আসল মজা কে এফসির খাবার মান বা ওয়েস্টার্ন গ্রিলে না। আসল মজা পূর্ণিমায় নয়ত ফ্রেন্ডস হোটেলে।

২২ শে মে, ২০১২ রাত ১১:০৮

মুফতি খার উদ্দিন বলেছেন:

হুমমমম, হাচা কতাই কইচেন ।

৫০| ২২ শে মে, ২০১২ রাত ১১:২১

চিকন আলি বলেছেন: সারাদিন খাইখাই করেন কেন......?? =p~ =p~ =p~

২২ শে মে, ২০১২ রাত ১১:২৫

মুফতি খার উদ্দিন বলেছেন:
আসলে এর পেছনে সিক্রেট একটা রিজন আছে । নেক্সট পর্বে বলবো । ;) ;)

৫১| ২৫ শে মে, ২০১২ রাত ১১:২২

কালীদাস বলেছেন: বনলতা চাইনিজে খরচ কি প্রিন্স থেকে কম পড়বে?
মিরপুরে যাওয়া কমে গেছে এখন, তাও গেলে আপনার পোস্টগুলো কাজে লাগবে।

থ্যাংকস:)

২৫ শে মে, ২০১২ রাত ১১:৪৭

মুফতি খার উদ্দিন বলেছেন:
বনলতার সাথে প্রিন্সের তুলনা করতে কইলে ফাঁসি দিয়া মরমু কইলাম । :-& :|| :|| :||


বনলতার(১১ নং এর টা) খাবার আমার কাছে জিনজিয়ানের থেকেও বস লাগে ।
আর দাম? অনেক কম ।
পার পারসন ২২০ টাকায় কম্বো পরবে । ফেট ভইরা বুদ হইয়া যাইবো ।

৫২| ২৬ শে মে, ২০১২ বিকাল ৩:০১

ছেড়া পলিথিন বলেছেন: ভাই চেরিশ, কুইক বাইট, উপভোগ কাবাব এইগুলা কইলেন্না ভাই??? এইগুলাতে মনে হয় যান নাই

২৬ শে মে, ২০১২ বিকাল ৪:৫৭

মুফতি খার উদ্দিন বলেছেন:
সবই দিসি ।

আপনে এর পরের পর্ব গুলা দেখেন । সব আছে ওইগুলাতে ।

৫৩| ১৫ ই জুন, ২০১২ রাত ১১:৩৫

akib1313 বলেছেন: সব দিলেন জিনজিয়ান বাদ দিলেন কেন?

১৬ ই জুন, ২০১২ রাত ১২:৪৬

মুফতি খার উদ্দিন বলেছেন: ওইটা ইচ্ছে করে দেই নাই। তবে নেক্সট আরেকটা পর্ব করার ইচ্ছে আছে। যেটাতে ওইটা দিয়ে দিবো।

তবে যতো বারই এতে গিয়েছি, ততোবারই মুখে বমি তুলেছি মনে হয়েছে।

৫৪| ২২ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

মুদ্রাগণক বলেছেন: কাল প্রিন্স চাইনিস রেস্টুরেন্ট এ খেলাম।
আপনার কথাই ঠিক। আগে ভাল ছিল। এখন একদম যা তা।।। বাজে...।

২২ শে আগস্ট, ২০১২ রাত ৮:৫৮

মুফতি খার উদ্দিন বলেছেন: হুমমমম...

আর রসায়নের কথা রসিয়ে রসিয়ে আমি আমার পোষ্টে বললেও এদের সার্ভিসের অবস্থা ডাস্টবিনের মতো হয়ে গ্যাছে এখন।

৫৫| ৩০ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৮

মাহমুদহাসান বলেছেন: তামান্নায় যাওনের সিস্টেম কন, বুনা কিচুরি বালা ফাই।
খ্রাফ হৈলে মাইর খাইবেন। দাম কত?

৫৬| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:১৬

গাধা মানব বলেছেন: চখাম পুষ্ট! প্রিয়ত নিলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.