![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অপূর্ন ইচ্ছেরা!
১) খুব ছোটবেলা থেকেই ইচ্ছে দেশের প্রধানমন্ত্রী হব! সমস্যা হল হুট করে প্রধানমন্ত্রী হওয়া যায় না ৷ কেউ সকালে ঘুম থেকে উঠতেই দেখল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে এমন ঘটনা কখনো ঘটেনি ৷ প্রধানমন্ত্রী হতে গেলে রাজনীতি করতে হবে… কিন্তু রাজনীতি বিষয়ে আমার আগ্রহের চেয়ে অনাগ্রহই বেশী ৷ সুতরাং এই ইচ্ছে পুরন হওয়ার কোনো সম্ভাবনা নেই
২) #বিয়ে: আমার ইচ্ছে জাহাজে বিয়ে করা ৷ দৃশ্যটা মোটামুটি এরকম, বাসর রাতে জাহাজের ডেকে কফির মগ হাতে দাড়িয়ে আছি ৷ জাহাজ বিশাল সমুদ্রে ৷ ডেকে দাড়াতেই মনে হল টাইটানিকের কোনো ব্যালকনিতে দাড়িয়ে আছি! চারপাশে লু হাওয়া টাইপ হাওয়া ঘোরাফেরা করছে ৷ কফির মগের অন্যমনস্ক ধোঁয়াগুলো চুলের ফাঁক দিয়ে উড়ে যাচ্ছে ৷ পাশ থেকে কেউ একজন কাঁধে মাথা রেখে বলছে, 'তোমাকে আমার একটুও পছন্দ হয় নি!'
শুনতে কত না ভালো লাগছে! আহা!
৩) #বই: বই বিষয়ে আমার আগ্রহ প্রচুর ৷ বাতিঘরের মত একটা লাইব্রেরী থাকলে জীবনে আর কিচ্ছু চাইতাম না ৷ আমার ইচ্ছে বিয়েতে যৌতুক নিব ৷ যৌতুকের লিস্টে থাকবে বাতিঘরের সব বই!
৪) আমাদের জনসংখ্যার একটা বিশাল অংশই দরিদ্র ৷ এই মানুষগুলো সকালে দাঁত ব্রাশ করে ঘর থেকে বের হয় শুধু মাত্র দুবেলা ভাতের জন্য ৷ পৃথিবীতে অনেকের অনেক ধরনের লক্ষ্য থাকে… ডাক্তার… ইঞ্জিনিয়ার… কিন্তু এদের জীবনের লক্ষ্য দুবেলা ভাত! কত ক্ষুদ্র এদের চাওয়া! ক্যান্ডির বিরিয়ানি না… নতুন আইফোন না… চাঁটগাঁ আবাসিকে ফ্ল্যাট বাড়ি না, শুধু ভাত!
ঠিক এই ধরনের মানুষগুলোর পাশে দাড়ানোর ইচ্ছা আমার ৷ স্বপ্ন দেখি আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করার ৷ স্বপ্ন পূরনে সাথে আছে লিংকনি, বাবু , তুষার আর আমাদের ব্যান্ড "নষ্ট"
৫) #মানুষ_হওয়া: পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা হল মানুষ হওয়া ৷ অনেকে সারা জীবন চেষ্টা করেও মানুষ হতে পারেন না ৷ প্রচলিত নিয়মে পড়ালেখা করে মানুষ হওয়ার যে পদ্ধতি আছে সেটা শুদ্ধ হলেও আমার কাছে কখনো বিশুদ্ধ মনে হয় নি ৷ এই গ্রহে এখন পর্যন্ত পড়ালেখা করে যত না মানুষ হয়েছে তার চেয়ে বেশী হয়েছে স্বার্থপর আর অমানুষ ৷
©somewhere in net ltd.