নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. এক সচিব মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করে ফেললেন। অনেতিক কাজ করলেন, ধরাও পড়লেন। সারা দেশের মানুষ জানলো যে, তিনি একটা প্রতারক, মিথ্যাবাদী। লজ্জায় তো ওনার ঘর থেকেই বের হওয়ার কথা নয় কয়েকদিন, মানুষের সামনে যেতে তার মাথা হেট হয়ে যাওয়ার কথা। সেটা হয়নি। তিনি বরং বহাল তবিয়তে অাছেন, খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে গেছেন আমেরিকায়। প্রধানমন্ত্রীর মুখোমুখি তিনি কিভাবে হুলেন, তাকে প্রধানমন্ত্রী কিছু জিজ্ঞেস করেছিলেন কিন- জানতে খুব ইচ্ছে হয়।
২. তিনি কুব জনপ্রিয় মিডিযা ব্যক্তিত্ব। দারুণ জনপ্রিয় অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা। দেশের সংস্কৃতি নিযে লেখেন, বলেন। সম্প্রতি তিনি একটি বিজ্হাপন বালালেন, সেখানে সবার শেষে স্লোগান: চর পাল্টাই। কথাটা সুন্দর, কিন্তু চেনা চেনা লাগছে না একটু? স্টার জলসা থেকে চুরি করে তিনি এই স্লোগান বানালেন। চুরিটা করতে গিয়ে একটু কি লজ্জা লেগেছিল?
৩. তিনিও আরেক মহা মিডিয়া ব্যক্তিত্ব। নিজের গ্রন্থনা ও উপস্থাপনার অনুষ্ঠানে ভাষ্যকার বলছেন, সব কিছু প্রস্তুত এখন অপেক্ষা একজনের জন্য, কখন আসবনে সেই মানুষটি, জনপ্রিয় সেই মানুষটি। প্রথমে বুঝতে কষ্ট হলেও, পরে দেখলাম সেই লোকটি তিনি নিজেই! নিজে যখন কথাগুলো নিজেকে নিয়ে এভাবে লিখছিলেন, একটু কি খটকা লেগেছিল?
৪. তিনি একজন মডেল। জনপ্রিয় একজন রন্ধন বিশারদের উপস্থাপনা করে তিনি বিখ্যাত। নামের পাশে নিজেই লাগিয়ে দেন রন্ধন বিশারদ। তাকে যখন জিজ্ঞেস করা হলো বয়োজ্যেষ্ঠ ঐ নারী তার কেরিয়ারে কতটুকু ভূমিকা রেখেছেন। অনেক ঘুরিয়ে পেছিয়েও তিনি শ্রদ্ধাভাজন সেই নামিটি মুখে আনলেন না। জানালেন, তিনি আসলে নিজে নিজেই বড় হযে গেছেন?
৫. তিনি বললেন, আমরা ব্যর্থ। কিন্তু এই ব্যর্থতার মুল্য কত? এখন পর্যন্ত প্রকামিত তথ্যানুযায়ী ১৫০০০ কোটি টাকা! এই ব্যর্থতার দায়ভার কে নেবে?
থাক, আর লিখবো না, কত লিখবো?
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫
প্রবাসী ভাবুক বলেছেন: আপনি শিরোনামেই বলেছেন, এরা নির্লজ্জ ও মিথ্যুক।
এদের লজ্জা থাকতে নেই। আর মিথ্যা? এটা যেন তাদের পেশারই একটা অংশ।