| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল ‘জাতীয়তাবাদী’ শক্তির সমর্থন চেয়েছেন এক মেয়র প্রার্থী। রাষ্ট্রবিজ্ঞানের পিছনের বেঞ্চের খুব সাধারণ একজন ছাত্র হিসেবে জাতীয়তাবাদের বেশ কিছু মুশকিলের কথা জানি। যেমন, ভারতের মানুষ ও সরকার যদি খুব বেশি ‘ভারতীয়’ জাতীয়তাবাদী হয়ে যায়, তাহলে কিন্তু আমরা প্রতিবেশি দেশ হিসেবে কোনও ‘ন্যায্য’ বা এই ধরনের কোনও কিছু আশা করতে পারবো না। ওনারা ওনাদের দেশটার স্বার্থই দেখবে, আমরাও তাই। এর পরিণাম কী? খুব সুবিধার কিছু না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ঐ প্রার্থী নিজে কি জাতীয়তাবাদী? ওনাকে পোশাক পরতে দেখি ভিনদেশি, কথা বলার সময় দেখি প্রায়ই শব্দ উচ্চারণ করেন ভিনদেশি, সম্প্রতি একটা ভিডিওতে দেখছি, তিনি ‘পানীয়’ পান করেন ভিনদেশি! এমনকি ভিনদেশে গিয়ে তিনি উপভোগ করছেন ভিনদেশি স্বল্পবসনার ভিনদেশি নৃত্য!!!
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ মেহেদি হাসান ভাই
২|
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪
চাঁদগাজী বলেছেন:
চোর-ডাকাত মাফিয়ারা নমিনেশন পেয়েছে।
ঝাটা মারেন এদের।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১১
মেহেদী হাসান+ বলেছেন: ধন্যবাদ ভাই, সুন্দর লিখেছে ।