![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। ওয়াকার আর সেওয়াগ কি শুধু বাংলাদেশের বিরুদ্ধেই ভাল খেলেছেন? ভারত পাকিস্তান খেলা শুরু হওয়ার আগে তাদের দুইজনের বিশেষ কৃতিত্বের যে ভিডিও দেখানো হল দুটাই বাংলাদেশের বিরুদ্ধে তাদের খেলার অংশ!! বাংলাদেশ ক্রিকেটকে শত্রু বানিয়ে প্রায় সব দিক থেকেই আক্রমণ হানছে ভারত! ICC আর তাদের মিডিয়া দিচ্ছে নিখাদ সহযোগিতা; তাসকিন- সানিকে নিষিদ্ধ করা তার বড় প্রমাণ! BCB কি কোনভাবে এর প্রতিবাদ করবে? আমি নগণ্য, তাই অভিশাপ দিলাম আজ ICC আর ভারতীয় ক্রিকেটকে! নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা ন্যায় বিচারকারী।
২। একেকজন কিংবদন্তিকে ঘোষক ডাকছিলেন আর পুরো স্টাডিয়াম দর্শকের চিৎকারে ফেটে পড়ছিল যেন। কিন্তু মমতা ব্যানারজি যখন মাইকের সামনে গেলেন সবাই কেমন যেন চুপ। বেশ অবাক লাগলো। দেশ বা আনন্দবাজার ইদানীং বলছে, দিদির জনপ্রিয়তায় ভাটা পড়েছে। কয়েকদিন আগে দলের প্রায় শীর্ষস্থানীয়-দিদির নিকটজন কয়েক নেতার ঘুষ খাওয়ার ভিডিও বের হয়েছে, কংরেস-বামদল জোট করছে করছে রব। সব মিলিয়ে দিদির সুদিন যে অন্তত নেই আজকের ইডেন গার্ডেনস তার উদাহরণ কি?
©somewhere in net ltd.