![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডুব ছবিটা দেখিনি এখনো। মুক্তির আগে ছবি নিয়ে আলোচনা সৃষ্টির ধরণটা ভালো লাগেনি, আর এখন শুরু হয়েছে আরেক বেহায়া ধরণের প্রচারণা। নিজেরাই নিজেদের ঢোল পিটিয়ে ফাটিয়ে ফেলছে! এটা নাকি এই উপমহাদেশেরই অন্যতম শ্রেষ্ঠ ছবি! নকল করে ধরা খাওয়া এক সুলেখক তো নাওয়া খাওয়া বাদ দিয়ে নেমে পড়েছেন, যারা ছবির সমালোচনা করছেন তাঁদের কে নাবালক বলে গালাগালিও করছেন! অবশ্য ফারুকির কাছে তাঁর অনেক দায় আছে, সেই দেনা শোধ করতেই বোধ হয় তিনি একটু নগ্নভাবেই মাঠে নেমেছেন!
এইরকম আক্রমণাত্মক, অসহিষ্ণু, ব্যপক আত্মপ্রচারণা দেখে টের পাই, কিছু একটা সমস্যা আছে আসলে!
©somewhere in net ltd.