![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজারে থাকছেন একটি বিদেশি এনজিওর চারজন কর্মকর্তা। ৪ জনের থাকা-খাওয়া বাবদ মাসে খরচ প্রায় ৮ লাখ টাকা। এদের মাসিক বেতন-ভাতা কমপক্ষে ৫ লাখ ধরলে, তাদের জন্য খরচ মাসে আরও ২০ লাখ টাকা। অন্যান্য আরও খরচ মিলে প্রতি মাসে এই চারজনের জন্য খরচ প্রায় ৩০ লাখ টাকা। বছরে এরা একবার বিমানে করে নিজ দেশে যাওয়া আসার খরচও পান। সব মিলে এই চারজনের জন্য বছরে খরচ প্রায ৫ কোটি টাকারও বেশি হবে। এই টাকা বা অর্থ কিন্তু শরণার্থীদের উপলক্ষ করেই ব্যয় হচ্ছে! রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে প্রায় ১০০০ বিদেশি কাজ করছেন। একটি হিসাব বলছে, তাদের জন্য দৈনিক খরচ প্রায় আড়াই কোটি টাকা! রোহিঙ্গাদের জন্য যে অর্থ বরাদ্দ আসছে তার নাকি ৭০% নিয়ে যাচ্ছে এরাই!
কী বোঝা গেল? রোহিঙ্গারা যাবে?
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৭
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: http://www.cxb-cso-ngo.org/2017/12/13/398/
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
সত্য হতেও পারে।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২১
চাঁদগাজী বলেছেন:
টাকাগুলো দিচ্ছে কারা?
৭০% চলে গেলে , মাত্র ৩০% থাকছে; এগুলো থেকে বাংলাদেশের সরকারী ও স্হানীয়রা কি কিছু পাচ্ছে?
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: সরকার সরাসরি খুব কমই পাচ্ছে, স্থানীয় মানুষও তাই। তবে কক্সবাজারের অনেকে সুবিধা পাচ্ছে। অনেকে চাকরি পাচ্ছে, হটেল ব্যাবসা জমজমাট, ঠিকাদারী রমরমা!!
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
এগুলো সব দাড়িওয়ালা এনজিও।
বেশীরভাগ আরব- তুর্কী।
লন্ডন নিউইয়র্ক মসজিদ ভিত্তিক এনজিও অনেক।
সবার হাতেই কচকচে ডলার বাণ্ডিল.....
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩
আবু তালেব শেখ বলেছেন: সরকারি লোকেরা মাছ ঢাকতে শাকের ব্যবহার করছে
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪
করুণাধারা বলেছেন: জেনে অবাক হলাম। এই দুর্দশাগ্রস্ত মানুষদের ব্যবহার করেও অনেকে বড়লোক হচ্ছে!
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪
প্রামানিক বলেছেন: মাথায় কিছু ধরছে না।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
শাহিন বিন রফিক বলেছেন: একটি হিসাব বলছে-
আপনার তথ্যের কোন লিংক দিতে পারবেন। বিস্তারিত জানতে পারতাম।