নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিন.হুড

রবিন.হুড › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হলো পেনকেক সিলাত ( ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট)

১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩



পেনকেক সিলাত সবচেয়ে দক্ষিণপূর্ব এশিয়ার একটি পার্থিব সাংস্কৃতিক এলাকা থেকে উদ্ভাবিত আদিবাসীর মার্শাল আর্ট, যেটি মালয় উপদ্বীপ এবং মালয় দ্বীপমালার একটি যৌথ শব্দ। মূলত ইন্দোনেশিয়া, পেনিন্সুলার মালয়েশিয়া, দক্ষিণ থাইল্যান্ড, এবং সিঙ্গাপুরে উন্নতি লাভ করেছে, যেটি ঐতিহ্যগতভাবে ব্রুনাই, ভিয়েতনাম এবং দক্ষিণ ফিলিপাইনে চর্চা করা হয়। শত শত কৌশলের মধ্যে আঘাত, যুগ্ম ম্যানিপুলেশন, ছোঁড়া, অস্ত্রের ব্যবহার, বা উহার কিছু সংমিশ্রণের দিকে লক্ষ্য রাখা হয়। সিলাত দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস এবং অন্যান্য অঞ্চল ব্যাপী প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা ক্রীড়াসমূহের মধ্যে অন্যতম। প্রশিক্ষণ হল শিল্প চর্চা করতে হয় প্রধান দেশের প্রতিটি আলাদা জাতীয় প্রতিষ্ঠান দ্বারা পরিদর্শিত হয়। এই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, ব্রুনাই ও পেরসেকুতুয়ান সিলাত সিঙ্গাপুরা (পেরসিসি) থেকে পেরসেকুতুয়ান সিলাত ব্রুনাই দারুসালাম (পেরসিবি) থেকে ইন্দোনেশিয়া, পেরসেকুতুয়ান সিলাত কেবাংসান মালয়েশিয়া (পেরসাকা) থেকে ইকাতান পেনকাক সিলাত ইন্দোনেশিয়া (আইপিসি) হয়, অনুশীলনকারীদের পেসিলাত বলা হয়। জাতিসংঘ ঘোষিত সর্বশেষ সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায় পেনকেক সিলাত নামক ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট।

জাতিসংঘের সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা বিষয়ক কমিটি (ইউনেস্কো) সংরক্ষণযোগ্য সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় (intangible cultural heritage) ৩৫টি নতুন বিষয় যোগ করেছে।
কলম্বিয়ার রাজধানী বোগোটায় গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বৈঠকে বিশ্ব ঐতিহ্যের এই তালিকা ঘোষণা করা হয়।
বিশ্বের ১২৭টি দেশের ৫৫০টি আইটেম সংরক্ষণযোগ্য সাংস্কৃতিক ঐতিহ্য তালিকার তিন ক্যাটাগরিতে স্থান পেয়েছে। প্রতিবছর এই তালিকায় নতুন নতুন নাম সংযুক্ত হয়। সংরক্ষণযোগ্য সাংস্কৃতিক ঐতিহ্য তালিকা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে আলাদা।
সম্প্রতি দেলোয়ার হোসেন কে চেয়ারম্যান , তাহমিদুল হক জুয়েলকে মহাসচিব এবং আনিচ মুন্সীকে উপদেষ্টা করে পেনকেক সিলাত এর বাংলাদেশ এর ইউনিট কমিটি করা হয় ।



সূত্রঃ উইকিপিডিয়া, বিবিসি, ডয়েচে ভেলী

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪

রবিন.হুড বলেছেন: https://en.wikipedia.org/wiki/Pencak_silat

২| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: পেনকেক সিলাত, নামটা বেশ অদ্ভুত। মার্শাল আর্টই ঠিক আছে :)

৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: কত কিছু ঘটে যায়, জানি না।
ধন্যবাদ আপনাকে পোষ্টের জন্য।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৪৭

অনল চৌধুরী বলেছেন: আপনি কয়টা পদ্ধতি জানেন?
আর বাংলাদেশে কোথায় এটা শিখানো হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.