নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিন.হুড

রবিন.হুড › বিস্তারিত পোস্টঃ

একটি হারানো বিজ্ঞপ্তি

০৯ ই জুন, ২০২১ সকাল ১০:২৭



গতকাল সামুতে পোস্ট দেওয়া একটা লেখা হারিয়ে গেছে। দুপুরের পরে “ কৃত্রিম ব্যস্ততা কি এবং কেন?” শিরোনামে একটা লেখা পোস্ট করলে একবার প্রথম পাতায় দেখেছিলাম। অতঃপর প্রথম পাতা বা আমার আইডি কোথাও তাকে খুজেঁ পাওয়া যাচ্ছে না। কোন স্বহ্রদয়বান ব্লগার লেখাটির অবস্থান বা হারানোর কারন জানালে উপকৃত হব। লেখা উদ্ধার করতে না পারলেও দূঃখ নেই তবে হারিয়ে যাওয়ার কারন জানা জরুরী। এ বিষয়ে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২১ সকাল ১০:৫১

আমিই সাইফুল বলেছেন: পোস্ট টি যেন বেচে থাকে সেই দোয়া করছি। আর মরে গেলে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

০৯ ই জুন, ২০২১ সকাল ১১:০০

রবিন.হুড বলেছেন: যেহেতু সাতার জানি তাই আমাকে পানিতে ফেলে কারও লাভ নেই। যেহেতু লিখতে শিখেছি তাই কলমে কালি না থাকলেও লিখতে পারবো কারন কম্পিউটার আছেতো। দোয়া করুন যেন খুব তাড়াতাড়ি একটা ভালো লেখা লিখতে পারি। তার জন্য দরকার অবসর সময়ে এক চামচ লেখার মুড।

২| ০৯ ই জুন, ২০২১ সকাল ১১:০১

রোকনুজ্জামান খান বলেছেন: সৃষ্টি কর্তার কাছে সাহায্য চান উনি আপনাকে সমাধান দিতে পারবে। ব্লগের কেউ মনে হয় না আপনার এই বিষয়টি উপর গুরুত্ব
দিবে।

৩| ০৯ ই জুন, ২০২১ সকাল ১১:২৪

রক্ত দান বলেছেন: এত্ত লেখার ভিড়ে দু’ একটা লেখা হারিয়ে গেলে এমন কি হয়?

৪| ০৯ ই জুন, ২০২১ সকাল ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এমনও হয় নাকি!!!

৫| ০৯ ই জুন, ২০২১ দুপুর ১২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার মেইল চেক করেন যেটা দিয়ে সামুতে
রেজিঃ করেছেন। সম্ভবত মডুরা আপনার লেখাটি
ড্রাফট করে রেখেছে। ইমেইলে জানাবে যদি তারা
ড্রাফট করে থাকে।

০৯ ই জুন, ২০২১ দুপুর ১২:২১

রবিন.হুড বলেছেন: ধন্যবাদ নুরু ভাই সঠিক পরামর্শ দেওয়ার জন্য। খুঁজে পেয়েছি কারন। কর্তৃপক্ষ ঐ লেখাকে অর্থহীন বলেছেন। অর্থহীন বলার মাপকাঠি কি তা আগে জানানো উচিৎ। কোন লেখা অর্থবোধক বা কোন অর্থহীন তা বোঝানোর জন্য কর্তৃপক্ষ উদ্যোগী হবেন বলে আশাবাদী। আমি তো অনেক অর্থহীন লেখা প্রথম পাতায় ঘুরতে দেখি মডারেটর তখন চোখে টিনের চশমা পড়ে থাকেন। সেই বিবেচনায় বর্তমান পোস্টটি তো কোন অর্থ বহন করে না তবুও কেন বিলোপ করা হচ্ছে না আল্লাহ মালুম।

৬| ০৯ ই জুন, ২০২১ দুপুর ১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার কিছু লেখাকে এমন ভাবে ড্রাফট করে দিতো
পরে অবশ্য অবমুক্ত করে। আপনারটিও করতে পারে।
অপেক্ষায় থাকুন।

৭| ০৯ ই জুন, ২০২১ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: এই অভিজ্ঞতা আমার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.