নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু নিশ্চিত এই চিরন্তন সত্য জেনেও আমরা মৃত্যুর পূর্বে ভালো কাজের চর্চা করি না। সত্য চিরন্তন ও সুন্দর। আমরা ভুল করে মিছে মায়া ধন সম্পদের পিছে ছুটে বেড়াই আসলে যা কাউকে অমর করতে পারে না। আমরা সত্য কথা বলতে ভুলে গেছি বা কেউ সত্য বললে তাকে সমর্থন দেই না। সাময়িক লাভের আশায় সত্যকে পাশ কাটিয়ে মিথ্যাকে আকড়ে ধরা আর বোকার স্বর্গে বাস করা একই কথা। আসুন সর্বদা নিজে সত্য কথা বলি এবং অপরকে সত্য বলতে উৎসাহিত করি।
সময় থাকলে রবীন্দ্রনাথ ঠাকুর ও লালনের লেখা থেকে শিক্ষা গ্রহণ করি।
বোঝাপড়া
রবীন্দ্রনাথ ঠাকুর।
মনের আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
কেউ বা তোমায় ভালোবাসে
কেউ বা বাসতে পারেনা যে
কেউ বিকিয়ে আছে, কেউ বা
সিকি পয়সা ধারে না যে,
কতকটা যে স্বভাব তাদের
কতকটা বা তোমার ভাই,
কতকটা এ ভবের গতিক
সবার তরে নহে সবাই।
তোমায় কতক ফাঁকি দেবে
তুমিও কতক দেবে ফাঁকি,
তোমার ভোগে কতক পড়বে
পরের ভোগে থাকবে বাকি,
মান্ধাতারই আমল থেকে
চলে আসছে এমনি রকম -
তোমারি কি এমন ভাগ্য
বাঁচিয়ে যাবে সকল জখম !
মনের আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি
এলে সুখের বন্দরেতে,
জলের তলে পাহাড় ছিল
লাগল বুকের অন্দরেতে,
মুহূর্তেকে পাঁজরগুলি
উঠলো কেঁপে আর্ত রবে -
তাই নিয়ে সবার সঙ্গে হবে
ঝগড়া করে মরতে হবে?
ভেসে থাকতে পারো যদি
সেইটে সবার চেয়ে শ্রেয়,
না পারো তো বিনা বাক্যে
টুপ্ করিয়া ডুবে যেয়ো।
এটা কিছু অপূর্ব নয়,
ঘটনা সামান্য খুবই -
শঙ্কা যেথায় করেনা কেউ
সেইখানে হয় জাহাজ-ডুবি।
মনের আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
তোমার মাপে হয়নি সবাই
তুমিও হওনি সবার মাপে,
তুমি মর কারো ঠেলায়
কেউ বা মরে তোমার চাপে
তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানা টানি?
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেখানি।
আকাশ তবু সুনীল থাকে,
মধুর ঠেকে ভোরের আলো,
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাচাই ভালো।
যাহার লাগি চক্ষু বুজে
বহিয়ে দিলাম অশ্রু সাগর।
তাহারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ডাগর।
মনের রে তাই কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
নিজের ছায়া মস্ত করে
অস্তাচলে বসে বসে।
আধার করে তোলো যদি
জীবন খানা নিজের দোষে,
বিধির সঙ্গে বিবাধ করে
নিজের পায়েই কুড়ুল মারো,
দোহাই তবে এ কার্যটা
যত শীঘ্র পারো সারো।
খুব খানিকটে কেঁদে কেটে
অশ্রু ঢেলে ঘড়া ঘড়া
মনের সঙ্গে এক রকমে
করে নে ভাই, বোঝাপারা।
তাহার পরে আধার ঘরে,
প্রদীপ খানি জ্বালিয়ে তোলো-
ভুলে যা ভাই কাহার সঙ্গে
কতটুকুন তফাৎ হলো।
মনেরে তাই কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
২।
জাত গেল জাত গেল বলে
লালন ফকির
সত্য কাজে কেউ নয় রাজি
সবাই দেখি তা না না না...
জাত গেল জাত গেল বলে
একি আজব কার খানা
আসবার সময় কি জাত ছিলে
ভবে এসে কি জাত হলে
কি জাত হবা যাবার কালে
সেই কথা ভেবে বলো না...
ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো সূচি
দেখে শুনে হয় না রুচি
জমে তো কাউকে ছাড়বে না...
গোপনে যে বেশ্যার ভাত খাই
তাতে ধর্মের কী ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
এই ভ্রমমো তো গেল না..
জাত গেল জাত গেল বলে
একি আজব কার খানা
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫
রবিন.হুড বলেছেন: আপনার গল্পটি শিক্ষনীয়। সত্য ও সুন্দর কাজে সবাইকে উৎসাহিত করেন।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৯
জটিল ভাই বলেছেন:
প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার নিজ মেয়েকে বললেন- আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। আর মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করে ডাকতে থাকলো- আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো প্লিজ !!
অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো। বাকিরা এমন ভাব করলো, যেনো তারা কিছু শুন'তেই পায়নি! যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন।। আর বাবা আশ্চর্য্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন-
মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না!! আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়?? তার মেয়েটি উত্তরে বললো- যারা এসেছে তারাই আমাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী !! তারা কিন্তু খাবার খেতে আসেনি তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে হেল্প করতে
মূলত, যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি !! তারা তোমার আনন্দের অংশীদারী হওয়ার যোগ্যতাও রাখে না !!
( গল্পটি সংগৃহীত) ।