নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোরা যে যা বলিস ভাই,
সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই
দেহ তোমার সোনার বরণ তেমন দরকার নাই
দেশের জন্য করবো কিছু এমন মন বানাই
মানবিকতা ও সুশিক্ষা জীবন থেকে লইবে দীক্ষা
নিজ বাহুবল সর্বেোচ্চ বল, চাইতে পারো প্রভুর ভিক্ষা
নিজের কাজ নিজে কর , কারো পিছে লাগার দরকার নাই
দূর্ণীতি আর স্বজন প্রীতি দেশের জন্য বড় ক্ষতি, কিভাবে তাড়াই?
তোরা যে যা বলিস ভাই,
সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই
দেহ তোমার সোনার বরণ তেমন দরকার নাই
দেশের জন্য করবো কিছু এমন মন বানাই
সবাই পায় সোনার খনি , পিতায় পাইছে চোরের খনি
ঘুষখোর আর বাটপারে বেঁচতে চায় দেশটারে
হও সচেতন সব জনগণ সবাই করো উচ্চ ধ্বনি
প্রতিবাদ ছাড়া বাঁচার উপায় নাই
দেশটা তোমার দেশটা আমার সবাই মিলে কাজ করে যাই
পিতার মতো কাজ করে ভাই সোনার দেশ বানাই
তোরা যে যা বলিস ভাই,
সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই
দেহ তোমার সোনার বরণ তেমন দরকার নাই
দেশের জন্য করবো কিছু এমন মন বানাই
২| ০৯ ই জুন, ২০২২ সকাল ১১:০৩
রবিন.হুড বলেছেন: জটিল ভাইয়ের জটিল পরামর্শ যদি খলিল ভাই গ্রহণ করে তবে ধন্য হবো।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
জটিল ভাই বলেছেন:
অসাধারণ আর মনজয়ী কাব্য। দেশপ্রেমের সুন্দর প্রকাশ।
খলিল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এটি সুরের মোহতে জড়াতে।