নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসমিল্লাহির রাহমানির রহিম
জনগণই শক্তি হবে দেশের মুক্তি
হাজার বছরের ঐতিহ্য ও সুজলা-সুফলা শস্য শ্যামলায় ভরপুর ৩৬০ আউলিয়ার আশির্বাদ ও আল্লাহর রহমতে সিক্ত আমাদের এই বাংলাদেশ। অসাম্প্রদায়িক এই দেশে সকল ধর্মের লোক মিলেমিশে বসবাস করে। বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করলেও বাংলাদেশ প্রধানত কৃষি প্রধান দেশ। উর্বর জমিতে যে কোন বীজ ফেললেই সোনালী ফসল ফলে। দেশের মাটির উর্বরতার মতো মানুষের মস্তিষ্কও মেধায় পরিপূর্ণ । বাঙ্গালীর মেধার স্বাক্ষর রেখে চলেছেন পৃথিবীর সর্বত্র। কিন্তু রাজনৈতিক জ্ঞান ও দেশ প্রেমের যথেষ্ট ঘাটতি রয়েছে বাংলাদেশের মানুষের। একতাই বল বা ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে দেশ বড় এই নীতি বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থে ভিনদেশীদের হস্তক্ষেপ বা তাদের দিয়ে সরাসরি দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে নিজ ভূমিতে পরবাসী থাকতে বাঙ্গালী সিদ্ধহস্ত। তবে হাজার বছর আগে একবারই বাংলাদেশীরা কৈবর্ত্য বিদ্রোহের মাধ্যমে দিব্বোক নিজ দেশ শাসন করার গৌরব অর্জন করেন। অতপর পাল,সেন,মুঘল,ব্রিটিশ, পাকিস্তান তাড়িয়ে হাজার বছর পরে বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে এক্যবদ্ধ করে স্বাধীনতা অর্জন করে মাতৃভূমি শাসন করার সুযোগ পান। হজী শরীয়তউল্লাহ, তিতুমীর, শেরেবাংলা, ভাষানী বাংলাদেশের উন্নয়নে কাজ করলেও বাঙ্গালীকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক সচেতন করতে সমর্থ হননি। তাইতো বাংলাদেশ শাসন করার জন্য উপযুক্ত দেশ প্রেমিক সৎ যোগ্য নেতার বড় অভাব।
দেশ আপনার, দেশ পরিচালনার দায়িত্বও আপনার। বিগত দিনে যাদের দায়িত্ব দিয়েছেন কেউই দেশ ও দশের জন্য কাজ করেন নি। তাই দেশ পরিচালনার জন্য ভিনদেশী লোক ভাড়া না করে বা বিদেশিদের হস্তক্ষেপ কামনা না করে বা অযোগ্য, চোর, বাটপার, দেশদ্রহীদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না দিয়ে নিজেই দেশ ও দশের জন্য কাজ করার মানসিকতা তৈরি করেন। একা একা যে কাজ করতে পারবেন না দলীয়ভাবে সেই কাজ সহজেই করতে পারবেন।
আর নয় চোর ডাকাতের কোন্দল, সবাই মিলে গড়ে তুলুন নতুন দল।
একতাবদ্ধ হয়ে তৃতীয় ধারা সৃষ্টি করুন, জাগ্রতা জনতা পার্টি (জাজপা) তে যোগ দিন।
একতাই শক্তি, বাড়াই মনোবল, শক্তিশালী করি নতুন ধারার দল।
আমজনতার প্রাণের দল, সবাই মিলে ফলাবে ফল।
জাগ্রত জনতা পার্টি (জাজপা) তে যোগ দিন, সবাই মিলে দেশ সেবায় অংশ নিন।
প্রচারেঃ
জাগ্রত জনতা পার্টি (জাজপা)
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১
রবিন.হুড বলেছেন: ৯০% বাটপার প্রধান দেশের ১০% ভালো লোক কি ঐক্যবদ্ধ হয়ে নতুন দল গঠন করার অধিকার রাখে না। মুখোশধারী ভালো লোকের ভিড়ে যদি কিছু প্রকৃত ভালো লোক এক হয়ে দেশ ও দশের জন্য কাজ করতে চায় তবে তাদের কেন চোর ডাকাতের সাথে তুলনা করবেন। নতুন ধারার তৃতীয় দলকে সমর্থন দিন, দেশ ও দশের জন্য কাজ করার সুযোগ দিন।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪১
কিরকুট বলেছেন: এখানে সাধারন খেটে খাওয়া মানুষের অংশ গ্রহনের নিশ্চয়তা কি? নেতৃত্ব থাকবে তো সেই সমাজের বুর্জুয়া শ্রেনীর হাতে৷
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯
রবিন.হুড বলেছেন: আপনি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমজনতার নেতৃত্বে নতুন দল শক্তিশালী করতে আপনি সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩
কিরকুট বলেছেন: হাত বাড়াবাড়ির মধ্যে আমি নাই৷ আমি ভিতু মানুষ৷পেপারে দেখলাম একজন পা বাড়িয়েছিলো ১৪ সালে তার পা কেটে নিয়েছে ২৪ এ এসে তার জান কেড়ে নিলো৷ কি দরকার ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৫
রবিন.হুড বলেছেন: ঘরের খেয়ে বনের মেষ না তাড়ালে একদিন বনের মেষ ঘরে এসে আপনাকে আক্রমণ করবে। নগর পুড়িলে দেবালয় কি রক্ষা পায়? তাই আমাদের উচিৎ নগরের আগুন নিভানো।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪
ঢাবিয়ান বলেছেন: কারা খুলেছে এই পার্টি ? কথাগুলো ভাল লেগেছে
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯
রবিন.হুড বলেছেন: সাধারণ জনগণের পক্ষ থেকে কিছু উদ্যমী তরুণ “জাগ্রত জনতা পার্টি (জাজপা)” এর মাধ্যমে জনগণের ঘুম ভাঙ্গানোর চেষ্টা করছে অনেক দিন থেকেই। এখন সময় এসেছে জাগ্রত হওয়ার। আপনি চাইলে দেশ ও দশের কল্যান করার লক্ষ্যে জাজপা তে যোগ দিয়ে আমজনতার দলকে শক্তিশালী করতে পারেন।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৭
ইলি বলেছেন: আগামি নির্বাচনের পড়ে এদেরকে আর খুজে পাওয়া যাবেনা, কইয়া রাকলাম মিলায়া নিয়েন ভাইজানেরা।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৭
রবিন.হুড বলেছেন: নেতিবাচক মন্তব্য না করে যারা সাধারণ জনগণের রাজনীতি করার সুযোগ করে দিতে চায় তাদের পাশে থাকুন। আওয়ামী-বিএনপির বলয় থেকে বের হয়ে সাধারণ জনগনের ভোট দেওয়ার মাধ্যমে দেশ ও দশের কল্যান করাই জাজপার উদ্দেশ্য। শুধু নির্বাচন নয় দেশের সেবাই আসল কথা।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৭
প্রহররাজা বলেছেন: তাহলে এই ছিলো ধান্দা??? হিজবুল তাহিরি নতুন মুখোস পড়ে আসছে মনে হয়। পুলিশ পিটাতে গিয়ে গুলি খেয়ে মরা শিবিরের সাথি আবু সাইদ এদের আদর্শ।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪২
রবিন.হুড বলেছেন: আওমীলীগের মুখোস পড়ে ভুল কথা বলে যারা দেশের জন্য কাজ করতে চায় তাদের নিয়ে বিতর্ক করে আপনার লাভ কি? দেশ ও দশের জন্য নিজে কাজ না করেন সমস্যা নাই কিন্তু যারা করতে চায় তাদের কাজ করতে দিন।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৯
কামাল১৮ বলেছেন: আমাদের ব্লগারদের মাঝে ঢাবিয়ান ভাই ভালো লোক।আমাদের পক্ষ হতে তাকে একটা গুরুত্বপূর্ণ পদ দেয়া হোক।ঢাবিয়ান ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬
রবিন.হুড বলেছেন: শুধু ঢাবিয়ান নয় রাবিয়ান, চবিয়ান, জবিয়ান, খুবিয়ান, জাবিয়ান সবার জন্য জাগ্রত জনতা পার্টি উন্মুক্ত। যারা দেশ ও দশের কথা ভাবেন তাদের একতাবন্ধ হয়ে কাজ করার জন্যই তৃতীয় ধারার নতুন দল।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪
কিরকুট বলেছেন: এই পার্টির মূল লক্ষ কি ? এদের কারা পরিচালনা করবে ? সামনের সাড়ির নেতাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি ? তাদের গায়ে কি জামাত শিবির হেফাজত চোরমোনাই সহ যাবতীয় জঙ্গী গোষ্ঠির দুর্গন্ধ আছে ?
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৭
রবিন.হুড বলেছেন: জাগ্রত জনতা পার্টি(জাজপা) হচ্ছে তৃতীয় ধারার নতুন দল, বাড়াবে সবার মনোবল। যারা দেশকে ভালোবেশে দেশ ও দশের জন্য কাজ করতে চায় তাদের জন্য জাজপা। যারা একা একা দেশের কাজ করতে গিয়ে হাপিয়ে উঠেছেন তাদের জন্য দলীয় প্লাটফর্ম জাজপা। যারা আওয়ামী-বিএনপি-জামাতের কাজ দেখে হতাশ তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য তৃতীয় ধারার দল জাজপা। তৃণমূল থেকে উঠে আসা সৎ ও দেশপ্রেমিক রাজনৈতিক বোদ্ধারা জাগ্রত জনতা পার্টি(জাজপা) এর পরিচালনার সাথে যুক্ত থাকবেন।
জাগ্রতা জনতা পার্টি(জাজপা) এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ
# সৎ, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে সঠিকভাবে পরিচালনা করা।
# দূর্ণীতি ও স্বজনপ্রীতি বন্ধ করে বাংলাদেশের অর্থণীতি পূনর্গঠন করা।
# সুশিক্ষা বিতরণ, নীতি-নৈতিকতার শিক্ষার মাধ্যমে মানবিক জাতি গঠন করা।
# নতুন উদ্যোক্তা তৈরি, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলা।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১১
কিরকুট বলেছেন: নতুন দল মানে নতুন করে মুখশ পরা চোরের গুষ্টি ।