নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিন.হুড

রবিন.হুড › বিস্তারিত পোস্টঃ

লেজে গোবরে অবস্থা! জনভোগান্তীর দায় কার?

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৫


ভেবেছিলাম “ সকাল দেখে বোঝা যায় দিনটি কেমন হবে” প্রবাদটি মিথ্যা প্রমাণ করে সফল হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লব/গনঅভ্যুত্থান/ষড়যন্ত্র বা অন যে কোন পদ্ধতিতেই হোক সাংবিধানিক নিয়ম ভঙ্গ করে সাংবিধানিক অধিকর্তা মহামান্য রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে দেশ ও দেশের জনগণের মঙ্গল কামনায় দায়িত্ব নেন বর্তমান সরকারে এনজিওগ্রাম করা উপদেষ্টারা। দেশে অনেক যোগ্য, সৎ , দেশপ্রেমিক লোক থাকলেও এনজিও কর্মী, গ্রামীণ ব্যাংক কর্মীসহ বিশেষ ঘরনার অথর্ব লোকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমান সরকারে।

সৈরাচার সরকার হটিয়ে দায়িত্ব নেওয়া বর্তমান সরকার জনগণের জানমালের দায়িত্ব নিবে এটাই ছিলো সকলের প্রত্যাশা। কিন্তু যারা সৈরাচার সরকার পতনের জন্য মাস্টার মাইন্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে ক্ষমতা দখল করে গণঅভ্যুত্থানের নামে গণভবন লুটপাট করে তাদের স্বরূপ উন্মোচন করলো তারা সরকার পরিচালনায় প্রথম দিন থেকে ব্যর্থ। এ যেন বিসমিল্লায় গলদ।যারা পরিকল্পিতভাবে সৈরাচার পতন ঘটাতে পারে তারা নতুন সরকার দায়িত্ব নিতে কেন তিন দিন দেরি করে জাতীয় বিশৃঙ্খলা উসকে দিলো তা গবেষনার বিষয়। দেশের উন্নয়ন ও বাক স্বাধীনতা রক্ষার পরিবর্তে প্রতিহিংসার রাজনীতি , মিডিয়া দখল করে সাধারণ জনগণের বাকরুদ্ধ করে দিয়েছে।

জাতীয় স্বার্থবিরোধী কাজ দেখে মনে হচ্ছে জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন। সরকারের ১০০ দিন পার করলেও অবস্থার কোন উন্নতি না ঘটিয়ে দিনে দিনে অবনতি ঘটাচ্ছে বিভিন্ন বিতর্কিত কাজের মাধ্যমে। এ যেন সরকারের লেজে গোবরে অবস্থা। আমি আশাবাদী দীর্ঘ মেয়াদে এই সরকার দেশ ও দেশের জনগণের মঙ্গল নিশ্চিত করবে অথবা দেশের প্রয়োজনে আমজনতা প্রচলিত রাজনৈতিক দলকে বয়কট করে তৃতীয় কোন রাজনৈতিক দলকে শক্তিশালী করে দেশ পরিচালনার দায়িত্ব দিবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫২

সৈয়দ কুতুব বলেছেন: তৃতীয় রাজনৈতিক দল হিসাবে কাদের ক্ষমতায় দেখতে চাচ্ছেন?

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০০

রবিন.হুড বলেছেন: জাগ্রত জনতা পার্টি (জাজপা)

তৃতীয় ধারার নতুন দল
বাড়াবে সবার মনোবল

২| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০০

বাকপ্রবাস বলেছেন: নেতারা বিক্রি হয়ে গেছে, দেশ এর পক্ষে কেউ নাই, লুট করে যে যা পারে আখের গুছাতে মশগুল

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬

রবিন.হুড বলেছেন: শুধু নেতারা নয়, জনগণও নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ এখন ৯০% বাটপার প্রধান দেশ।

দেশের কথা কেউ ভাবে না, ভাবে শুধু পাগলে। আসুন সবাই দেশের প্রেমে পাগল হই। কাধে কাধ মিলিয়ে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে হবে।

৩| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তৃতীয় কোন রাজনৈতিক দল দাড়াতে পারবেনা।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯

রবিন.হুড বলেছেন: স্বার্থন্বেষী মহল তৃতীয় দল গঠন বা ক্ষমতা দিতে চাইবে না একথা সত্য কিন্তু আমজনতাদের একত্রিত হয়ে দেশ ও দশের স্বার্থ রক্ষা করা এখন সময়ের দাবী।

৪| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

অগ্নিবেশ বলেছেন: জামাত চাই, শরীয়া চাই।

৫| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: জাগ্রত জনতা পার্টি কে গণতান্ত্রিক দল?

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২২

রবিন.হুড বলেছেন: বিসমিল্লাহির রাহমানির রহিম
জনগণই শক্তি হবে দেশের মুক্তি
হাজার বছরের ঐতিহ্য ও সুজলা-সুফলা শস্য শ্যামলায় ভরপুর ৩৬০ আউলিয়ার আশির্বাদ ও আল্লাহর রহমতে সিক্ত আমাদের এই বাংলাদেশ। অসাম্প্রদায়িক এই দেশে সকল ধর্মের লোক মিলেমিশে বসবাস করে। বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করলেও বাংলাদেশ প্রধানত কৃষি প্রধান দেশ। উর্বর জমিতে যে কোন বীজ ফেললেই সোনালী ফসল ফলে। দেশের মাটির উর্বরতার মতো মানুষের মস্তিষ্কও মেধায় পরিপূর্ণ । বাঙ্গালীর মেধার স্বাক্ষর রেখে চলেছেন পৃথিবীর সর্বত্র। কিন্তু রাজনৈতিক জ্ঞান ও দেশ প্রেমের যথেষ্ট ঘাটতি রয়েছে বাংলাদেশের জনগণের। একতাই বল বা ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড় এই নীতি বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থে ভিনদেশীদের হস্তক্ষেপ বা তাদের দিয়ে সরাসরি দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে নিজ ভূমিতে পরবাসী থাকতে বাঙ্গালী সিদ্ধহস্ত। তবে হাজার বছর আগে একবারই বাংলাদেশীদের মধ্যে দিব্বোক বা দিব্য (বরেন্দ্র এলাকার বাসিন্দা) কৈবর্ত্য বিদ্রোহের মাধ্যমে নিজ দেশ শাসন করার গৌরব অর্জন করেন। অতপর পাল,সেন,মুঘল,ব্রিটিশ, পাকিস্তান তাড়িয়ে হাজার বছর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা অর্জন করে মাতৃভূমি শাসন করার সুযোগ পান। হজী শরীয়তউল্লাহ, সৈয়দ মীর নিসার আলী তিতুমীর, শেরেবাংলা এ.কে. ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাষানী বাংলাদেশের উন্নয়নে কাজ করলেও বাঙ্গালীকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক সচেতন করতে সমর্থ হননি। তাইতো বাংলাদেশ শাসন করার জন্য উপযুক্ত দেশ প্রেমিক সৎ যোগ্য নেতার বড় অভাব।
দেশ আপনার, দেশ পরিচালনার দায়িত্বও আপনার। বিগত দিনে যাদের দায়িত্ব দিয়েছেন কেউই দেশ ও দশের জন্য কাজ করেনি। তাই দেশ পরিচালনার জন্য ভিনদেশী লোক ভাড়া না করে বা বিদেশিদের হস্তক্ষেপ কামনা না করে বা অযোগ্য, চোর, বাটপার, দেশদ্রহীদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না দিয়ে নিজেই দেশ ও দশের জন্য কাজ করার মানসিকতা তৈরি করেন। একা একা যে কাজ করতে পারবেন না দলীয়ভাবে সেই কাজ সহজেই করতে পারবেন।
জাগ্রত জনতা পার্টি(জাজপা) হচ্ছে তৃতীয় ধারার নতুন দল, বাড়াবে সবার মনোবল। যারা দেশকে ভালোবেশে দেশ ও দশের জন্য কাজ করতে চায় তাদের জন্য জাজপা। যারা একা একা দেশের কাজ করতে গিয়ে হাপিয়ে উঠেছেন তাদের জন্য দলীয় প্লাটফর্ম জাজপা। যারা বর্তমানে প্রচলিত মূল ধারার রাজনৈতিক দলের কাজ দেখে হতাশ তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য তৃতীয় ধারার দল জাজপা। তৃণমূল থেকে উঠে আসা সৎ ও দেশপ্রেমিক রাজনৈতিক বোদ্ধারা জাগ্রত জনতা পার্টি(জাজপা) এর পরিচালনার সাথে যুক্ত থাকবেন।
জাগ্রতা জনতা পার্টি(জাজপা) এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ
# সৎ, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে সঠিকভাবে পরিচালনা করা।
# দূর্ণীতি ও স্বজনপ্রীতি বন্ধ করে বাংলাদেশের অর্থণীতি পূনর্গঠন করা।
# সুশিক্ষা বিতরণ, নীতি-নৈতিকতার শিক্ষার মাধ্যমে মানবিক জাতি গঠন করা।
# নতুন উদ্যোক্তা তৈরি, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলা।
“আর নয় চোর ডাকাতের কোন্দল, সবাই মিলে গড়ে তুলুন নতুন দল
একতাবদ্ধ হয়ে তৃতীয় ধারা সৃষ্টি করুন, জাগ্রতা জনতা পার্টি (জাজপা) তে যোগ দিন।
একতাই শক্তি, বাড়াবে মনোবল, শক্তিশালী করি নতুন ধারার দল
আমজনতার প্রাণের দল, সবাই মিলে ফলাবে ফল
জাগ্রত জনতা পার্টি (জাজপা) তে যোগ দিন, সবাই মিলে দেশ সেবায় অংশ নিন”।

৬| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: এই সব উপদেষ্টারা একসময় কারাগারে যাবে। দেরী হোক যায়নি সময়।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২০

রবিন.হুড বলেছেন: রাজা যায় রাজা আসে। কেউ জেলে যায় বা কেউ বা পালিয়ে যায় দেশ ছেড়ে। সময় চলে যায় কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়ন হয় না।

৭| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭

ক্লোন রাফা বলেছেন: একটু প্যারা করে লিখলে ভালো হইতো ।

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬

রবিন.হুড বলেছেন: পড়ে মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

৮| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

জটিল ভাই বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.