![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুজুগে মাতাল বাঙ্গালী নিজেদের ভালো কবে বুঝবে?
স্বাধীনতার চেতনা, ৭১ এর চেতনা হারিয়ে অন্ধকারে কাকে খুঁজবে?
ফাও পেলে আলকাতরা খায়, সুযোগ পেলে দেশ বেঁচে খায়
ধরা পড়ে জেলে যায় বা দেশ ছেড়ে গভীর রাতে পালিয়ে যায়।
ভালো লোকের মুখোশ না পরে ভাল কাজ করলে কারও কি ক্ষতি হয়
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সর্বাগ্রে চেতনা বিক্রি বন্ধ করতে হবে।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১০
সৈয়দ কুতুব বলেছেন: কারো কি বলার থাকতে পারে?
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: ৭১ শুধু কার একার না
সমগ্র বাংলাদেশের
যুদ্ধ করে শহীদ হয়েছে
৩০ লাখ; ৭১ শুধু কার একার না
সম্মানহানি করে যারা
এখন বেসামান তারা
৭১ শুধু কার একার না
দেশটা কার বাবা না;
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চেতনার সূতিকাগার।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৯
অধীতি বলেছেন: এক একাত্তরের চেতনা দিয়ে যে পরিমান নির্যাতন চালাইছে, বাপরে বাপ। এখন আবার শ্বশুরের ঘরে বসে উস্কানি দেয়।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
বাকপ্রবাস বলেছেন: এগুলো ভংচং কথাবার্তা। চেতনার আপগ্রেড এখন ২৪
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
কামাল১৮ বলেছেন: ৭১ কে বাংগালী কখনো ভুলবে না।হাজার বছরের শ্রেষ্ঠ ঘটনা ৭১।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৮
এ পথের পথিক বলেছেন: একাত্তরে দোহায় দিয়ে তারা হাজার হাজার মানুষ খুন করবে, পঙ্গু করবে আর এটা আমাদের মেনে নিতে হবে ? কেন ?এভাবে চেতনার দন্ড বিক্রি করে আর কত দিন ?
একাত্তরের সাথে ৩২ সাজানো সম্পর্ক কি ?
হুজুগে বাঙালিরা না, হুজুগে তারাই যারা শেখের খুনি বেটির ধোকায় পড়ে অন্ধকারে ধুকে ধুকে জীবন শেষ করে দিচ্ছে ।
খুনি হাসু আরামসে ঘুমায় দিল্লিতে, কর্মি চিল্লায় গলিতে ।
হাজার হাজার মানুষের জীবনের চেয়ে কখনই একটি ইট বালুর স্থাপনা বড় না ।
জ্বালা জ্বালা অন্তরে জ্বালা
ভাঙছে ৩২, কাদছে লীগ,
ফ্যাসিবাদের মূলোৎপাটন
করবে বাংলার জনগন ।