![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ আকাশ হতে বৃষ্টি পড়ে, তাইতো সকলের মনটা নড়ে
এ নয়তো অনাসৃষ্টি, এ যেন বিধাতার শুভ দৃষ্টি
জল পড়ে পাতা নড়ে, তোমার কথা মনে পড়ে
ঘরের চালে মনোরম বৃষ্টি, বাইরের উঠোনে সজাগ দৃষ্টি
যখন ঘন কালো মেঘ করে, তখনই অনেক বৃষ্টি পড়ে
কোন অনুরাগী বৃষ্টিতে ভিজে খুশিতে তার মনটা ভরে
মেঘ যত জোড়ে ডাক দেয়, বৃষ্টি ততো না হি ঝরে
বৃষ্টি মাখা মৃদু হাওয়া কবির মনে দোলা দিয়ে যায়
আষাঢ় শ্রাবণ মানে নাকো মন, বৃষ্টি কখন পড়ে
মৌসুমী ফসল, বৃক্ষরাজী সবাই তার প্রতিক্ষা করে
প্রকৃতি ফিরে পায় তার প্রাণ, গাই বৃষ্টির জয়গান
বাদল দিনে মন করে আনচান, খুশিতে ভরে ওঠে প্রাণ
আমু
©somewhere in net ltd.