![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইরান হল একমাত্র দেশ যে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে দেশে শাসন হয়। সেখানে অপরাধ সংখ্যা খুব কম। আমি দেখি,ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ সব জায়গায় যেতে পারেন , হাটতে পারেন , নামাজ পড়েন , লোকের সাথে কথা বলেন , সাহায্য করেন আরও অনেক কিছু। তা না হলে তিনি কম নিরাপত্তায় সব জায়গায় যান কেমন করে ? এবার বর্তমানে ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। বর্তমানে বাংলাদেশে লোকে শুধু প্যাঁচাল পারে, ইরান করে ? ইরান আর বাংলাদেশ এর মধ্যে কত পার্থক্য ?
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
মুসাব্বির৬৬৬ বলেছেন: ভাই, দুঃখিত। আপনার কমেন্ট পড়ে কিছুই বুঝলাম না। মাপ করবেন।
যাই হোক , আমাদের দেশ এভাবে চলতে থাকলে খুবই খারাপ হবে। কিছু করার নেই। দেখে মনে হচ্ছে যে কেউ এটা থামাতে পারবে না।
অনেকের কাছে শুনি,"আমরাই খারাপ , আমাদের জাতি খারাপ"
২| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
রিওমারে বলেছেন: নির্লোভ মানুষের কোণ শ্ত্রু থাকার কথা না।আঃমেঃনিঃ একজন সত্যিকারের নির্লোভী মানুষ।।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মুসাব্বির৬৬৬ বলেছেন: ঠিক। কিন্তু আঃমেঃনিঃ কি ?
৩| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইরান শ্রেয় মনে হয়? আপনার হলে হতে পারে। আমার হয়না। আমার কাছে বাংলাদেশই সেরা। এটা আমার দেশ। আপনি গিয়ে ইরানে থাকেন ভাই।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মুসাব্বির৬৬৬ বলেছেন: আমি কখন বলি নাই যে ইরান শ্রেয় বলে মনে হয়। আপনি না বুঝে এইভাবে জবাব দেওয়ায় আমার সত্যি খারাপ লাগছে। আমি এই দেশে জন্ম নিছি , এখানেই থাকব। দেখেন ভাই , বাংলাদেশ বিশ্বের Most Corrupt Countries লিস্টে এর বাংলাদেশ ছিল।আমি চাই যে দেশ Corrupt কমে যাক। শুধু আপনি কথা বললে হবে না করতে হবে। আপনার মোটা অক্ষর দেখে যে সবাই যেন আপনার কমেন্ট পড়ে, অন্যদের কমেন্ট সবার দৃষ্টি না হয় ?
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
দি সুফি বলেছেন: ইরান হল একমাত্র দেশ যে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে দেশে শাসন হয়।
ভাই গোড়াতেই গন্ডগোল! ইরান শিয়া দেশ। শিয়াদের গোড়ায় গন্ডগোল।
তবে আমাদেরমত জীবন এত অনিরাপদ না ওদের।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মুসাব্বির৬৬৬ বলেছেন: আপনি ঠিকই বলছেন। ইরানে ৮০% শিয়া আর ১৮% সুন্নি।
কিন্তু দেখেন,ইরানে সবাই শিয়া আর সুন্নি মিলে একসঙ্গে নামাজ পড়ে। তাই বলে শিয়াদের খারাপ কথা বলতে হবে ? ওদের মূল ধর্ম কুর-আন,আমাদেরও তাই। "তবে আমাদেরমত জীবন এত অনিরাপদ না ওদের।" এটা কি ঠিক ? দেখেন,আমার এক নানা অসুস্থ ছিল। এই হরতালে কষ্ট করে আমার নানাকে দেখতে হইছে। আমি হসপিটালে দেখলাম এক লোক মাথায় হাত দিয়ে বসে আছে। এক লোক জিজ্ঞাস করল কি হইসে , সে বলল এই হরতালে সমস্ত ওষুধের দোকান বন্ধ। অপারেশন চলছে। এইটা শুনে কেমন লাগে ?
৫| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার পাশের ফ্লাটে থাকে ইরানি মেয়ে। দুইজন বয়ফ্রেন্ড সপ্তাহের বিভিন্ন সময়ে আসে। তার ড্রেস দেখলে ইরানি নয়, বরং ইউরোপিয়ান ভাববেন, এইটা হল শিয়াদের নিয়ম। ওরা দেশই ছেড়ে দেয় আরও উশৃঙ্খল চলার আশায়। তাই ইরান নিয়া প্যাঁচাল দেওয়ার আগে ৫/৭ জন ইরানির সাথে মিইশা কথা কন।
আহমেদিনিজাদ মানে ইরান না। আর বাইরে থেকে যা দেখেন তাও ভুল।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মুসাব্বির৬৬৬ বলেছেন: Thats an independent choice. কে কি করবে সেটা তাঁর ব্যপার..............আপনি কি করবেন সেটা govt. কেন দেখবে ?
৬| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২
aniruddho007 বলেছেন: একমত দিকভ্রান্ত*পথিক । ইরানীদের সর্ম্পকে আমার অভিজ্ঞতাও একই।
ইরানীদের নিয়ে আমাদের বাংলাদেশীদের অনেকেরই একরকম রোমান্টিসিজম কাজ করে। লৌহযবনিকার অন্তরালে ইরানে অনেককিছুই চলে যা আমরা জানি না।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
মুসাব্বির৬৬৬ বলেছেন: তা ঠিক।
৭| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
পত্রনবিস বলেছেন: ইরান প্রসঙ্গে না গিয়ে বরং আপনার বলা উচিত ছিল যে আমাদের একজন যোগ্য নেতা চাই
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৭
মুসাব্বির৬৬৬ বলেছেন: আপনার কথা ঠিক। আমাদের যোগ্য নেতা প্রয়োজন। আমি আশা করি।
আমার ভুল হইছে। আমি বোঝাতে চাইছিলাম যে একজন মানুষ ভাল নেতা হয় এবং কঠোর, জ্ঞান বুদ্ধি ,সাহসী ইত্যাদি গুণ থাকতো (বাস্তবে পাওয়া কঠিন ) তাহলে ভাল হয়। শুধু নেতা না, সবাইকে ভাল হলে দেশ আরও ভাল হবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল মানুষ পথা দেখালে কয় বেটা ভণ্ড
আর মন্দ লোকে পথ চেনালে পায় দুধে ভাণ্ড
হা হা অদ্ভুদ কাণ্ড
ইরান আর বাংলা দুরত্তে তাই দেখি মুণ্ড ।